এদিন কালো পাঞ্জাবী, কালো টুপি পরে অনুগামীদের সঙ্গে নিয়ে ভবানীপুর এলাকায় চা বিক্রি করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। আসলে এদিনও মূল্যবৃদ্ধির প্রতিবাদ করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) খোঁচা দিতে চা বিক্রেতার ভূমিকায় অবতীর্ণ মদন মিত্র। “এক কাপ চায়ের দাম ১৫ লক্ষ টাকা।” স্লোগান দিয়ে মদনের দাবি, “এমন চা আমেরিকার রাষ্ট্রপতিও খাওয়াতে পারেননি। যা এখন মোদিজি আমাদের খাওয়াচ্ছেন।” কিন্তু এক কাপ চায়ের দাম ১৫ লক্ষ টাকা!
advertisement
আসলে ২০১৪ সালের লোকসভা ভোটের প্রতিশ্রুতিতে নরেন্দ্র মোদি বলেছিলেন, বিদেশে থাকা কালো টাকা ফিরিয়ে এনে প্রত্যেক দেশবাসীর অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেবেন তিনি। কিন্তু তা বাস্তবে ঘটেনি। আবার নিজেকে চা-বিক্রেতা পরিচয় দিয়েও জনমানসে নিজের ভাবমূর্তি গড়ে তুলেছিলেন তিনি। এদিন দুটি বিষয়কেই একসঙ্গে আক্রমণ শানাতে ১৫ লক্ষ টাকার এক কাপ চা বিক্রি করতে পথে নামলেন মদন মিত্র।
