মমতাকে নিয়ে ইতিমধ্যেই একাধিক গান বাজারে এনেছেন মদন। এদিন মমতার জয় প্রায় নিশ্চিত হতেই সেই সব গান উঠে এসেছে মদনের গলায়। একইসঙ্গে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, 'কোথায় নরেন্দ্র মোদি, অমিত শাহের ইডি-সিবিআই। ভবানীপুর থেকেই যাত্রা শুরু করল 'ইন্ডিয়ার বেটি'। দেখি বিজেপি তাঁকে আটকায় কী করে?' মদন জানিয়ে দিয়েছেন, এখন সবে ট্রেলার দেখানো হল। পিকচার এখনও বাকি আছে। জয়ের সেলিব্রেশন করতে তিন বছরের এক খুদে তবলা বাদককেও ডাকা হচ্ছে বলে জানিয়েছেন কামারহাটির বিধায়ক।
advertisement
প্রসঙ্গত, এদিনই ভবানীপুরের ফল প্রকাশের আগে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। ভোটের ফল পরবর্তী অশান্তি যাতে না হয়, সেই সূত্রেই এই চিঠি। যদিও বিজেপি প্রার্থীর সেই চিঠির প্রেক্ষিতে বিজেপি-কে একহাত নিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা ভবানীপুরের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সেনাপতি ফিরহাদ হাকিম। তিনি বলেন, 'ভোট পরবর্তী হিংসা হবে কেন? কোথাও কোনও ভোট-পরবর্তী হিংসা বাংলায় হবে না। এগুলো আসলে বিজেপি-র অপপ্রচার। বিজেপি এইভাবে বাংলাকে অপমান করতে চাইছে। ভবানীপুর বরাবর শান্তিপূর্ণ এলাকা। আমরা উৎসবে মাতব এই জয়ের পর। আবির খেলব। মিষ্টি খাব সকলে মিলে। বিজেপি বাংলাকে অপমান করে বলেই ওদের বাংলায় কোনও জায়গা নেই।'
আরও পড়ুন: উড়ে গেল শোভনদেব-রুদ্রনীলের ব্যবধান, ভবানীপুরে মমতার রেকর্ড জয়ের অপেক্ষায় তৃণমূল!
প্রসঙ্গত, ইতিমধ্যেই ৩৩, ৯৮২ ভোটে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষত্রে ২০১১ সালের ভবানীপুর উপনির্বাচনে মমতারই জেতা ৫৪,২১৩ ভোটে জেতার রেকর্ডও এদিন ভেঙে যাবে বলেই আশাবাদী তৃণমূল। সেক্ষেত্রে রাজনৈতিক মহলের একাংশ বলছেন, ভবানীপুর উপনির্বাচনের প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, এক লাখ ভোটে জিতবেন মমতা। অভিষেকের সেই দাবির কাছাকাছি চলে যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের মার্জিন।
