TRENDING:

Bhabanipur By Poll Results | Madan Mitra on Mamata Banerjee: ট্রেলার দেখাতে পথে মদন মিত্র, 'দিদি'র জয়ে যে পিকচার দেখানোর কথা বললেন 'দাদা'...

Last Updated:

Bhabanipur By Poll Results | Madan Mitra on Mamata Banerjee: ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় প্রসঙ্গে আগাম সবুজ আবীর মেখে মদন মিত্র জানিয়ে দিয়েছেন, এখন শুধু ট্রেলার, এরপর শুরু হবে পিকচার দেখানো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: জয়ের উচ্ছ্বাস দেখাতে শুরু করে দিয়েছে তৃণমূল। ভবানীপুর উপনির্বাচনের ফলে (Bhabanipur By Poll Results) রেকর্ড ব্যবধানে জয়ের দিকে এগোচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর তাই ঘরের ভিতর বসে থাকতে পারেননি মদন মিত্র (Madan Mitra)। পথে নেমে এসেছেন তিনি। সবুজ আবীর মেখে মদন মিত্র জানিয়ে দিয়েছেন, এখন শুধু ট্রেলার, এরপর শুরু হবে পিকচার দেখানো।
মমতার রেকর্ড ব্যবধানের অপেক্ষায় মদন
মমতার রেকর্ড ব্যবধানের অপেক্ষায় মদন
advertisement

মমতাকে নিয়ে ইতিমধ্যেই একাধিক গান বাজারে এনেছেন মদন। এদিন মমতার জয় প্রায় নিশ্চিত হতেই সেই সব গান উঠে এসেছে মদনের গলায়। একইসঙ্গে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, 'কোথায় নরেন্দ্র মোদি, অমিত শাহের ইডি-সিবিআই। ভবানীপুর থেকেই যাত্রা শুরু করল 'ইন্ডিয়ার বেটি'। দেখি বিজেপি তাঁকে আটকায় কী করে?' মদন জানিয়ে দিয়েছেন, এখন সবে ট্রেলার দেখানো হল। পিকচার এখনও বাকি আছে। জয়ের সেলিব্রেশন করতে তিন বছরের এক খুদে তবলা বাদককেও ডাকা হচ্ছে বলে জানিয়েছেন কামারহাটির বিধায়ক।

advertisement

প্রসঙ্গত, এদিনই ভবানীপুরের ফল প্রকাশের আগে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। ভোটের ফল পরবর্তী অশান্তি যাতে না হয়, সেই সূত্রেই এই চিঠি। যদিও বিজেপি প্রার্থীর সেই চিঠির প্রেক্ষিতে বিজেপি-কে একহাত নিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা ভবানীপুরের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সেনাপতি ফিরহাদ হাকিম। তিনি বলেন, 'ভোট পরবর্তী হিংসা হবে কেন? কোথাও কোনও ভোট-পরবর্তী হিংসা বাংলায় হবে না। এগুলো আসলে বিজেপি-র অপপ্রচার। বিজেপি এইভাবে বাংলাকে অপমান করতে চাইছে। ভবানীপুর বরাবর শান্তিপূর্ণ এলাকা। আমরা উৎসবে মাতব এই জয়ের পর। আবির খেলব। মিষ্টি খাব সকলে মিলে। বিজেপি বাংলাকে অপমান করে বলেই ওদের বাংলায় কোনও জায়গা নেই।'

advertisement

আরও পড়ুন: উড়ে গেল শোভনদেব-রুদ্রনীলের ব্যবধান, ভবানীপুরে মমতার রেকর্ড জয়ের অপেক্ষায় তৃণমূল!

সেরা ভিডিও

আরও দেখুন
পেয়ারা মাখা, ঝালমুড়ি মাখা অতীত! এবার বাজার কাঁপাচ্ছে রসগোল্লা মাখা, কেক মাখা!
আরও দেখুন

প্রসঙ্গত, ইতিমধ্যেই ৩৩, ৯৮২ ভোটে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষত্রে ২০১১ সালের ভবানীপুর উপনির্বাচনে মমতারই জেতা ৫৪,২১৩ ভোটে জেতার রেকর্ডও এদিন ভেঙে যাবে বলেই আশাবাদী তৃণমূল। সেক্ষেত্রে রাজনৈতিক মহলের একাংশ বলছেন, ভবানীপুর উপনির্বাচনের প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, এক লাখ ভোটে জিতবেন মমতা। অভিষেকের সেই দাবির কাছাকাছি চলে যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের মার্জিন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bhabanipur By Poll Results | Madan Mitra on Mamata Banerjee: ট্রেলার দেখাতে পথে মদন মিত্র, 'দিদি'র জয়ে যে পিকচার দেখানোর কথা বললেন 'দাদা'...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল