আরও পড়ুন:কুমড়ো শুধু নয়, এবার ঢ্যাঁড়স-মুলো! বনগাঁয় 'লাভলি' গানে কাদের বিঁধলেন মদন মিত্র?
কখনও সাদা ধুতি পাঞ্জাবি, কখনও আবার ওয়েস্টার্ন ড্রেস, আবার কখনও বা গান গেয়ে বঙ্গবাসীর মন জিতে নিয়েছেন কামারহাটির বিধায়ক (Madan Mitra Rakhi Sawant)। এবার কার্তিক পুজোর খুঁটি পুজোতে কালকাতায় নিয়ে এলেন বলি অভিনেত্রী রাখি সাওয়ান্তকে (Rakhi Sawant)। বলি অভিনেত্রী রাখি সাওয়ান্তকে সঙ্গে নিয়েই কার্তিক পুজোর দ্বীপ প্রজ্জ্বলন করলেন ভবানীপুর ইউথ ফোরামের সভাপতি মদন মিত্র (Madan Mitra Rakhi Sawant)। ভবানীপুরের এই কার্তিক পুজোর খুঁটি পুজোতেই কলকাতায় উপস্থিত হয়েছিলেন রাখি সাওয়ান্ত। শুধু বাংলায় পা রাখাই নয়, সেইসঙ্গে কলকাতাবাসীর উদ্দেশ্যে রাখি বললেন, ‘হ্যালো কলকাতা হাউ আর ইউ? তুমি কেমন আছে? ভালো!’
advertisement
এদিনের মঞ্চে পুরোদস্তুর বাঙালি লুকে পাওয়া গেল রাখি সাওয়ান্তকে। লাল বেনারসি শাড়ি, সালঙ্কারা রাখিকে দেখলে চেনাই যায় না। যেন বাঙালি বিয়ের কনে। কালো রোদ চশমা, বাহারি জহর কোট আর হালকা রঙের পাঞ্জাবিতে রাখিকে রীতিমতো সাজে টক্কর দিচ্ছিলেন বিধায়ক মদন মিত্র(Madan Mitra Rakhi Sawant)।
আরও পড়ুন:পিছন থেকে ছুরির জবাব', BJP-র কাটা ঘায়ে নুনের ছিটে বাবুল সুপ্রিয়র! করলেন ভবিষ্যদ্বাণীও
মঞ্চে দাঁড়িয়ে রাখিকে চেনালেন ভবানীপুরের ভৌগোলিক ও ঐতিহাসিক স্থান মাহাত্ব। শুধু তাই নয় রাখিকে দেখে বললেন, ওহ লাভলি। ধরলেন গানও। আর সবমিলিয়ে জয় করলেন উপস্থিতি জনতার মন।