শহরের একাধিক পুজোর মতো দুর্বারের পুজোর সভাপতিও কামারহাটির বিধায়ক মদন মিত্র৷ এ দিন খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত হয়ে ঢাকও বাজান তিনি৷ মদন মিত্রের কথায়, 'এটাই ২০২১ সালের প্রথম খুঁটি পুজো।' মদন মিত্র বলেন, দুর্বারের খুঁটি পুজোয় অংশ নিতে পেরে তিনি গর্বিত৷
প্রায় দেড় বছর ধরে চলতে থাকা অতিমারির ধাক্কায় সোনাগাছির চেনা ছবিটা অনেকটাই বদলে গিয়েছে৷ বাসিন্দাদের অধিকাংশই উপার্জনের অভাবে সরকারি সাহায্যের উপরে নির্ভরশীল হয়ে পড়েছেন৷ অনেকে আবার উপার্জনের আশায় অন্যত্র চলে গিয়েছেন৷ যাঁরা এখনও সোনাগাছিতে রয়ে গিয়েছেন, তাঁদের জন্য এ হাতে এ দিন শাড়ি, রেশন, চাল, ডাল, মশলা তুলে দেন মদন৷ যৌনকর্মীদের সন্তানদের মধ্যে কয়েকজনকে পড়াশোনার জন্য আর্থিক সাহায্যও করেন তিনি৷
advertisement
তবে খুঁটি পুজোর অনুষ্ঠানে গিয়েও বিজেপি-কে আক্রমণ করতে ছাড়েননি মদন৷ ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে বিজেপি-র আক্রমণের জবাবে কামারহাটির বিধায়ক বলেন, 'বিজেপি-র পার্টি অফিসে খুঁজলে ওরকম দেবাঞ্জন আরও অনেক পাওয়া যাবে৷'
