TRENDING:

Madan Mitra: মদন মিত্রকে নিয়ে এবার আরও একটি মিউজিক ভিডিও অ্যালবাম

Last Updated:

Madan Mitra Music Video: মদন মিত্রের নয়া অ্যালবাম ঘিরে চর্চা নেটপাড়ায়। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: ‘কালারফুল ছেলে...’ মদন মিত্র (Madan Mitra)। খোদ দলনেত্রীর থেকেই এই উপমা পেয়েছেন কামারহাটির বিধায়ক। ওহ লাভলি থেকে এমএম, মদন মিত্রের গানের চর্চা নেটপাড়ায়। এরই মধ্যে ফের মদন মিত্রকে নিয়ে নেটপাড়ায় চর্চায় এল নতুন মিউজিক ভিডিও। ‘‘না না না রে নারে নারে না/মদন দাদার নেই যে তুলনা।’’ এটাই হল শিল্পী চয়নিকার গানের বিষয়। আর এই গানেই এবার অভিনয় করতে দেখা যাবে মদন মিত্রকে (Madan Mitra Music Video)
মদন মিত্রকে নিয়ে এবার আরও একটি মিউজিক ভিডিও অ্যালবাম
মদন মিত্রকে নিয়ে এবার আরও একটি মিউজিক ভিডিও অ্যালবাম
advertisement

আরও পড়ুন-কাল কী ঘোষণা করবেন ভোট কুশলী প্রশান্ত কিশোর? জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে

মিউজিক ভিডিওতে মাঝে মধ্যেই তিনি কোমর দুলিয়েছেন। মিউজিক ভিডিওতে দেখানো হয়েছে, কী ভাবে হাজারো ব্যস্ততার মধ্যে মদন মিত্র ছোটাছুটি করে সকলের পাশে দাঁড়ান, নিজের কর্তব্যে একবিন্দুও গাফিলতি নেই – সেসবই গানের মুখ্য বিষয়। মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে, দাঙ্গা পরিস্থিতিতে ছুটে এসে তা নিমেষে রুখে দেন কামারহাটির বিধায়ক। তরুণ প্রজন্মকে নেশার পথে পা বাড়ানো থেকে বাঁচিয়ে হাতে তুলে দিচ্ছেন কলম, উৎসবমুখর বাংলাকে একত্রিত করতে কীভাবে সম্প্রীতির পরিবেশ বজায় রাখেন। অসুস্থ রোগীর জন্য ব্যবস্থা করে দিচ্ছেন হুইল চেয়ার। এর সব কিছুই রয়েছে চয়নিকার গানে। যা অভিনয় করেছেন খোদ মদন মিত্র।

advertisement

আরও পড়ুন-আন্দামানে ঘনীভূত ঘূর্ণাবর্ত, দু’দিনেই যা নিম্নচাপের রূপ নেবে, ঘূর্ণিঝড় কি তৈরি হবে?

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

প্রায় ২ মিনিটের এই মিউজিক ভিডিওটিতে মদন মিত্রকে দেখা যাবে নানা রুপে। কখনও কালো টি-সার্ট, কখনও ধুতি-পাঞ্জাবিতে একেবারে জমিয়ে দিয়েছেন তিনি। সাথে রয়েছে এমএমের সিগনেচার সানগ্লাস। কয়েকটি ফ্রেমে দেখা গেছে তার আদরের নাতিকেও। মদন মিত্র বুঝিয়ে দিয়েছেন সত্যিই তাঁর কোনও তুলনা নেই। সংক্ষিপ্ত মিউজিক ভিডিওটিতে উঠে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ে নেতৃত্বাধীন সরকারের নানান কর্মকাণ্ডও।মদন মিত্রের বায়োপিক আসতে চলেছে। টলিপাড়াও তা নিয়েও চলছে জোর গুঞ্জন। এরই মধ্যে চয়নিকার মদন মিত্রকে নিয়ে মিউজিক ভিডিও অ্যালবাম সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হতে শুরু করেছে। মদন মিত্র নিজেই অবশ্য তার পেজে শেয়ার করেছেন এই মিউজিক ভিডিও। নিজেই যা উল্লেখ করেছেন ওহ লাভলি বলে৷ মাঝে সোশ্যাল মিডিয়া ছাড়ার কথা উল্লেখ করলেও, তিনি সেখানে বিপুল জনপ্রিয় এখনও।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Madan Mitra: মদন মিত্রকে নিয়ে এবার আরও একটি মিউজিক ভিডিও অ্যালবাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল