আরও পড়ুন-কাল কী ঘোষণা করবেন ভোট কুশলী প্রশান্ত কিশোর? জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে
মিউজিক ভিডিওতে মাঝে মধ্যেই তিনি কোমর দুলিয়েছেন। মিউজিক ভিডিওতে দেখানো হয়েছে, কী ভাবে হাজারো ব্যস্ততার মধ্যে মদন মিত্র ছোটাছুটি করে সকলের পাশে দাঁড়ান, নিজের কর্তব্যে একবিন্দুও গাফিলতি নেই – সেসবই গানের মুখ্য বিষয়। মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে, দাঙ্গা পরিস্থিতিতে ছুটে এসে তা নিমেষে রুখে দেন কামারহাটির বিধায়ক। তরুণ প্রজন্মকে নেশার পথে পা বাড়ানো থেকে বাঁচিয়ে হাতে তুলে দিচ্ছেন কলম, উৎসবমুখর বাংলাকে একত্রিত করতে কীভাবে সম্প্রীতির পরিবেশ বজায় রাখেন। অসুস্থ রোগীর জন্য ব্যবস্থা করে দিচ্ছেন হুইল চেয়ার। এর সব কিছুই রয়েছে চয়নিকার গানে। যা অভিনয় করেছেন খোদ মদন মিত্র।
advertisement
আরও পড়ুন-আন্দামানে ঘনীভূত ঘূর্ণাবর্ত, দু’দিনেই যা নিম্নচাপের রূপ নেবে, ঘূর্ণিঝড় কি তৈরি হবে?
প্রায় ২ মিনিটের এই মিউজিক ভিডিওটিতে মদন মিত্রকে দেখা যাবে নানা রুপে। কখনও কালো টি-সার্ট, কখনও ধুতি-পাঞ্জাবিতে একেবারে জমিয়ে দিয়েছেন তিনি। সাথে রয়েছে এমএমের সিগনেচার সানগ্লাস। কয়েকটি ফ্রেমে দেখা গেছে তার আদরের নাতিকেও। মদন মিত্র বুঝিয়ে দিয়েছেন সত্যিই তাঁর কোনও তুলনা নেই। সংক্ষিপ্ত মিউজিক ভিডিওটিতে উঠে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ে নেতৃত্বাধীন সরকারের নানান কর্মকাণ্ডও।মদন মিত্রের বায়োপিক আসতে চলেছে। টলিপাড়াও তা নিয়েও চলছে জোর গুঞ্জন। এরই মধ্যে চয়নিকার মদন মিত্রকে নিয়ে মিউজিক ভিডিও অ্যালবাম সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হতে শুরু করেছে। মদন মিত্র নিজেই অবশ্য তার পেজে শেয়ার করেছেন এই মিউজিক ভিডিও। নিজেই যা উল্লেখ করেছেন ওহ লাভলি বলে৷ মাঝে সোশ্যাল মিডিয়া ছাড়ার কথা উল্লেখ করলেও, তিনি সেখানে বিপুল জনপ্রিয় এখনও।