দোলের পরদিন কপালে সবুজ আবীরের ছোঁয়া, চাদরে গোটা শরীর ঢেকে ছবি পোস্ট করেছেন মদন মিত্র। পাশে বসে রয়েছেন পাশে বসে তাঁর ছোট ছেলের স্ত্রী। নাম মেঘনা মিত্র। ছবিটি পোস্টের ক্যাপসানে মদন লিখেছেন ‘কেমন কাটল আপনাদের দোল’? মেঘনা কামারহাটি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। মদন মিত্র তাঁর কাছে পুত্রবধূ নয়, একেবারেই নিজের মেয়ের মতো বলে দাবি করেছেন নেতা।
advertisement
আরও পড়ুন: সল্টলেকে ঘরের দরজা খুলতেই রক্তের বন্যা, মাটিতে পড়ে বৃদ্ধ ডাক্তার দম্পতি! মৃত ১
সামনেই লোকসভা ভোট। কিন্তু অসুস্থতার কারণে বাড়িতেই রয়েছেন মদন মিত্র। ফলে ভোটের প্রচারে তাঁকে দেখা যাবে কি না তা নিয়ে কোনও সঙ্কেতই নেই আপাতত। গত ডিসেম্বরে জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন। তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠদের সূত্রে খবর, তাঁর নিউমোনিয়া হয়েছিল। দীর্ঘদিন উডবার্ন ওয়ার্ডে ভর্তি ছিলেন মদন।
আরও পড়ুন: সকাল-বিকেল এক কাপ চা লাগেই! এক মাস টানা চা না খেলে শরীরে কী হয় জানেন?
একদিন সেখান থেকে তাঁকে পরীক্ষার জন্য বাঙ্গুরের এক পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল থেকে একটি হুইলচেয়ারে বসে বেরিয়ে আসতে দেখা যায় মদন মিত্রকে। অনর্গল কাশছিলেন তিনি। কথা বলছিলেন জড়়িয়ে জড়িয়ে। পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তৃণমূল নেতা। চোখে রোদ চশমা, পরনে রঙিন পাঞ্জাবি- মদন মিত্রকে এই ‘লুকে’ দেখতেই অভ্যস্ত আপামর বাঙালি। বহুদিন পর রঙের উৎসবে একেবারে অন্য রূপে দেখা গেল তাঁকে।