রুদ্রনীলকে ‘নীল গিরিগিটি’ বলে কটাক্ষও করেন তিনি। রাজনীতির ময়দানে বর্ণময় চরিত্র মদন মিত্র। তার এমএম পরিচয় এখন বিখ্যাত। তার পোষাক থেকে র্যাপ সবটাই ভাইরাল। এবার বিরোধীদের জবাব দিতে সেই গানের রাস্তায় হাঁটলেন মদন মিত্র। ফেসবুক লাইভ করেছেন মদন মিত্র। সেখানেই একটি গান করেন তিনি। গানের প্রতিটি লাইনে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষকে কটাক্ষ করেন কামারহাটির তৃণমূল বিধায়ক। রুদ্রনীলকে ‘নীল গিরিগিটি’ বলে কটাক্ষ করেছেন।
advertisement
আরও পড়ুন: কালীঘাট মন্দিরে মুখ্যমন্ত্রী, হকারদের জন্য বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের
গানের কথা অনুযায়ী, “নীল গিরগিটি ডাকছে আবার কুটুর কুটুর করে/অন্ধকারে গিরিগিটিটা ডাকছে আবার ঘরে/ আহা কুটুর কুটুর করে/কেউ তো চুলকে দেওয়ার ভোটেই গেছে বোঝা/ কেউ তো নেই অন্ধকারে কুটুর দারুণ সোজা/পলিটিক্সের পোশাক যখন খুশি খোলো বামপন্থার নাম করে তো অনেক কিছু তোলো/ চিটিংবাজির পলিটিক্সেও অনেকদিন হল/ কুটুর অনেকদিন হল/ পথে এবার নামো সাথী মানুষের কাজ করো/ আয়নাটাকে হাতে নিয়ে নিজের মুখে ধরো/ একটা সময় তেল দিয়েছো, গ্যাস দিয়েছো তুমি/ লক্ষ টাকার চাকরি পেয়ে চরণ দিতে চুমি/ দু’নৌকোয় পা রেখেছো দুটোই যাবে ডুবে/ সূর্য তখন পশ্চিমে নয়, পূবেই যাবে ডুবে/ ফেসবুকেতে ফেস দেখিয়ে কামাচ্ছো তো বেশ/ যা তা বলেও পার পেয়ে যাও, জানো কেউ দেবে না কেস/ গিরিগিটিকেও হার মানাবে রং বদলের মাস্টার/ আগে থেকে করিয়ে রাখো হাতে পায়ে প্লাস্টার।” ইতিমধ্যেই তার এই গান ভাইরাল হয়েছে।