সঙ্গে সঙ্গে ট্রাফিক পুলিশ স্থানীয় থানা প্রগতি ময়দানে খবর দেম, তার মধ্যেই আহত ব্যাক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ ও প্রগতি ময়দান থানার পুলিশ খবর পৌঁছে জানতে পারে পার্ক সার্কাসের দিক থেকে আহত ব্যাক্তি মা উড়ালপুল দিয়ে চিংড়িহাটার দিকে যাচ্ছিলেন। তার মধ্যেই মা উড়ালপুলের ধারে এক নামী পাঁচতারা হোটেলের কাছে তাঁর স্কুটি থামিয়ে দেন মা উড়ালপুলের উপরেই।
advertisement
বছর ৬০ এর ওই ব্যাক্তি মা উড়ালপুলের ধারে এসে ঝাঁপ দেন। ঘটনাস্থল থেকে অশোক ঘোষ নামে ওই আহত ব্যাক্তিকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় পার্ক সার্কাসের ন্যাশনাল মেডিকেল ও কলেজে পাঠিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, তিনি সামান্য ইলেকট্রিকের কাজ করেন। কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন তা জানার চেষ্টা করছে প্রগতি ময়দান থানার তদন্তকারী অফিসার। খবর পাঠানো হয়েছে ঐ ব্যাক্তির বাড়ির সদস্যদের।
আরও পড়ুন- খাওয়া বন্ধ করেছে সুশান্ত! পুলিশি জেরায় কোনও উত্তর দিচ্ছে না বহরমপুর হত্যাকাণ্ডের অভিযুক্ত
হাসপাতাল সূত্রে খবর, আহত ঐ ব্যক্তিকে ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। যদিও এই ঘটনার পরে ফের আরও এক প্রশ্ন উঠল মা উড়ালপুলের নিরাপত্তা নিয়ে। মাঝে মধ্যেই একইভাবে আত্মহত্যার পথ বেছে নেওয়া হচ্ছে এই মা উড়ালপুল দিয়ে। তাহলে এই আত্মহত্যা রুখতে পুলিশ কি এবার অন্য উপায় বেছে নেবে? সেই কথাই মনে করছে পুলিশ। যদিও মনোবিদদের মতে আত্মহত্যা কে কীভাবে করবে তা কোনওদিন বলা সম্ভব নয়। তবে তাদের এই প্রবণতা থেকে বের করে আনাও একটি গুরুত্বপূর্ণ কাজ।