এদিকে বিকল্প ব্যবস্থা কী তাও বলতে পারছেন না কর্মীরা। এর আগে তেল সংস্থাগুলি দাবি করেছিল ৩১ ডিসেম্বরের মধ্যে এই বায়োমেট্রিক সংগ্রহের কাজ শেষ করতে হবে। যদিও তেল সংস্থার ওই আধিকারিক এ রকম কোনও কথা মানতে চাননি। গত বৃহস্পতিবার সর্বভারতীয় এল পি জি ডিস্ট্রিবিউটারস ফেডারেশনের সহ-সভাপতি বিজন বিহারী বিশ্বাস এ নিয়ে অনেকটাই ধোঁয়াশা কাটিয়েছেন। তিনি জানিয়েছেন, বিভিন্ন তেল কোম্পানিগুলি ৩১ ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক করতে বলেছে,তবে ডিস্ট্রিবিউটাররা মনে করছে এই তারিখ আরও বাড়ানো হবে। কেন্দ্রীয় মন্ত্রক থেকে এখনও কোনও রকম নোটিফিকেশন আসেনি।
advertisement
আরও পড়ুন: ৩১ ডিসেম্বরের মধ্যে গ্যাসের বায়োমেট্রিক না করালেই ভর্তুকি বন্ধ? জানুন আসল সত্য
এই অবস্থায় বাড়িতে বসেই কী ভাবে আধার তথ্য যাচাই করা যাবে, তা জেনে নিন। ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে জানানো হয়েছে, তাদের ইন্ডিয়ানঅয়েল ওয়ান অ্যাপ থেকেই আধারের তথ্য যাচাইকরণ করা যাবে। আধার যাচাই করতে হলে ফোনে ইন্ডিয়ান অয়েলের অ্যাপের পাশাপাশি ডাউনলোড করতে হবে ভারত সরকারের ‘আধার ফেসরেড’। ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্থান পেট্রোলিয়ামের গ্রাহকদের জন্যেও এই ধরনের ব্যবস্থা আছে।
আরও পড়ুন: যাদবপুরের পড়ুয়াদের ডিগ্রি অবৈধ হোক চান না আচার্য, জরুরি বৈঠক করে কড়া বিবৃতি রাজভবনের
‘ইন্ডিয়ানঅয়েল ওয়ান’ অ্যাপটি খুলে যেতে ‘মাই প্রোফাইল’-এ ক্লিক করতে হবে। সেখান থেকে ‘ইন্ডেন ডিটেলস’-তে ক্লিক করলেই ‘রিকেওয়াইসি’ বিকল্পটি পাওয়া যাবে। সেখান থেকেই তথ্য যাচাই এবং বায়োমেট্রিক তথ্য দেওয়ার কাজ করে ফেলতে পারবেন গ্রাহকেরা। এদিকে ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্থান পেট্রোলিয়ামের গ্রাহকরা এই একই কাজ করতে পারেন হ্যালো বিপিসিএল বা এইচপিপে অ্যাপটি ব্যবহার করে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F