TRENDING:

নিম্নমানের খাবার পরিবেশন করে কাঠগড়ায় যশবন্তপুর-হাওড়া দুরন্ত এক্সপ্রেস

Last Updated:

ফের নিম্নমানের খাবার পরিবেশন করে কাঠগড়ায় দুরন্ত এক্সপ্রেস ৷ সোমবার বিকেলে ব্যাঙ্গালোর থেকে হাওড়া আসছিল এক্সপ্রেসটি ৷ অভিযোগ, ট্রেনের S1 বগিতে পচা খাবার পরিবেশন করা হয় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ফের নিম্নমানের খাবার পরিবেশন করে কাঠগড়ায় দুরন্ত এক্সপ্রেস ৷ সোমবার বিকেলে বেঙ্গালুরু থেকে হাওড়া আসছিল এক্সপ্রেসটি ৷ অভিযোগ, ট্রেনের S1 বগিতে পচা খাবার পরিবেশন করা হয় ৷ এই ঘটনায় হাওড়া স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা ৷
advertisement

বেঙ্গালুরু থেকে হাওড়া আসছিল যশবন্তপুর-হাওড়া দুরন্ত এক্সপ্রেসটি ৷ সেই এক্সপ্রেসেই S1 বগিতে লাঞ্চে পচা খাবার পরিবেশন করা হয় ৷ খাবার থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল বলেও অভিযোগ করেন যাত্রীরা ৷ সেই বিষয়টি নিয়ে অভিযোগ করলেও ক্যাটারিংয়ে কর্মরত কর্মীরা নাকি কোনও পাত্তাই দেননি ৷ এমনটাই দাবি করেন যাত্রীরা ৷ এরপর হাওড়া স্টেশনে ট্রেনটি ঢুকতেই ক্ষোভে ফেটে পড়েন তারা ৷ বারবার দুরন্ত এক্সপ্রেসের মত ট্রেনে এধরনের খারাপ খাবার কেন পরিবেশন করা হচ্ছে ? সে নিয়েও উঠছে প্রশ্ন ৷ যার জেরে রেলের যাত্রী পরিষেবা নিয়েও প্রশ্ন উঠছে ৷

advertisement

আরও পড়ুন: ১০ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে গ্রেফতার ৯৯ বছরের বৃদ্ধ

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

প্রসঙ্গত, কয়েকদিন আগেই পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেসে নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ ওঠে দুরন্ত এক্সপ্রেসের বিরুদ্ধে ৷ যাত্রীরা অভিযোগ করেছিলেন, কাঁচা মাংস পরিবেশন করা হয় ৷ রুটিও খাবার অযোগ্য ৷ সেই বিষয়টি নিয়ে একাধিকবার অভিযোগ জানান হলেও ক্যাটাররা কোনও পাত্তা দেননি বলে জানান যাত্রীরা ৷ এরপর ট্রেন শিয়ালদহ স্টেশনে এলে যাত্রীরা খাবার নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন । ট্রেন ম্যানেজার টি প্রসাদকে ঘিরে ও বিক্ষোভ দেখান তারা ৷ যাত্রী বিক্ষোভের জেরে প্রচুর রেল পুলিশ মোতায়েন করা হয় শিয়ালদহ ৯এ প্লাটফর্মে ৷ কিন্তু তারপরেও আবারও নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ উঠল দুরন্ত এক্সপ্রেসের বিরুদ্ধে ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
নিম্নমানের খাবার পরিবেশন করে কাঠগড়ায় যশবন্তপুর-হাওড়া দুরন্ত এক্সপ্রেস