এদিন বিধানসভায় পাশ-ফেল ইস্যুতে বলার সময় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘লটারিতে সরকারি স্কুলে ভর্তি নয় ৷ ভাগ্য-দোষে নষ্ট হচ্ছে মেধা ৷’ শিক্ষামন্ত্রীর এই মন্তব্যের পরই জল্পনা ছড়ায় শীঘ্রই সরকারি স্কুলে প্রাথমিকে অ্যাডমিশনের ক্ষেত্রে লটারি প্রক্রিয়া তুলে দিতে চলেছে রাজ্য সরকার ৷ এবার থেকে মেধার ভিত্তিতে প্রথম শ্রেণীতে ভর্তির উপর জোর দিতে চাইছে শিক্ষা দফতর ৷ অভিযোগ, লটারির মাধ্যমে ভর্তির কারণে বহু ভাল স্কুলেরও মান পড়ে যাচ্ছে ৷
advertisement
আরও পড়ুন
রেলে লক্ষাধিক কর্মী নিয়োগ, অবশেষে ঘোষিত পরীক্ষার তারিখ
বর্তমানে সরকারি স্কুলে প্রথম শ্রেণীতে লটারির মাধ্যমে ভর্তি হয় পড়ুয়ারা ৷ বাম আমলে সমস্ত পড়ুয়াদের সমান সুবিধে দেওয়ার লক্ষ্যেই প্রাথমিকে অ্যাডমিশনে শুরু হয় লটারি প্রথা ৷
আরও পড়ুন
‘পাশ-ফেল বিষয়টি এখনও বিবেচনাধীন’, বিধানসভায় পাশ ফেল ইস্যুতে শিক্ষামন্ত্রীর মন্তব্য