বিজেপির এই তিন শীর্ষ নেতাই সাম্প্রতিক সময়ে বঙ্গ বিজেপির বিভিন্ন সাংগঠনিক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন। মঙ্গল পাণ্ডে বিজেপির বিহারের রাজ্য সভাপতি এবং প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। আশা লকড়া দুবারের রাঁচির মেয়র এবং দলের ন্যাশনাল সেক্রেটারির পাশাপাশি আদিবাসী নেত্রী হিসেবে পরিচিত। অমিত মালব্য আইটি সেলের দায়িত্বপ্রাপ্ত নেতা। শনিবার বিভিন্ন রাজ্যে বিজেপি নেতাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হল।
advertisement
আরও পড়ুন:লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের নজরে উত্তরবঙ্গের আসন! আজ থেকে সফরে মমতা বন্দোপাধ্যায়
পশ্চিমবঙ্গের পাশাপাশি দলের সহ সভাপতি জয় পাণ্ডাকে উত্তরপ্রদেশের দায়িত্ব দেওয়া হয়েছে। পাঞ্জাবের দায়িত্ব দেওয়া হয়েছে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিকে। বিহারে বিজেপির দায়িত্ব পেয়েছেন বিনোদ তাওড়ে এবং দীপক প্রকাশ। মধ্যপ্রদেশের ক্ষেত্রে দায়িত্ব সামলাবেন মহেন্দ্র সিং এবং সতীশ উপাধ্যায়। জম্মু-কাশ্মীরের ক্ষেত্রে দায়িত্ব দেওয়া হয়েছে তরুণ চগ এবং আশিস সুদের হাতে।
আরও পড়ুন:মাধ্যমিক নিয়ে ফের ‘বড়’ আপডেট! এগিয়ে এল শিক্ষক-শিক্ষিকাদের রিপোর্টিং টাইম, জানুন নতুন সময়
ঝাড়খণ্ডের ক্ষেত্রে দায়িত্ব পেয়েছেন লক্ষ্মীকান্ত বাজপেয়ী। হরিয়াণার দায়িত্বে থাকবেন বিপ্লব দেব এবং সুরেন্দ নাগর। হিমাচল প্রদেশের দায়িত্ব সামলাবেন শ্রীকান্ত শর্মা এবং সঞ্জয় ট্যান্ডন। বলাবাহুল্য, সম্প্রতি লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলের নেতা এবং পদাধিকারীদের নিয়ে ১০১ জনের নির্বাচনী কমিটি তৈরি করে বঙ্গ বিজেপি। আর এবার কেন্দ্রীয় নেতৃত্বের তরফে পর্যবেক্ষক এবং সহকারি পর্যবেক্ষকদের নাম চূড়ান্ত করা হল।