মার্চ মাসের প্রথম দিন থেকে টানা তিন দফায় বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ যে সফরকে প্রাক লোকসভা নির্বাচনী সফর বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ এই সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কিন্তু, বাংলার ৪২টি লোকসভা আসনেই পদ্ম ফোটানোর ডাক দিতে দেখা গিয়েছে।
advertisement
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এ প্রসঙ্গে সম্প্রতি বলেছেন, ‘‘প্রধানমন্ত্রী যেহেতু বলেছেন ৪২টি আসনেই পদ্ম ফোটাতে হবে, তাই আমরা ৩৫ নয়, ৪২টি আসনেই জয়ের লক্ষ্য নিয়েই এগোচ্ছি।’’ গত শনিবার কৃষ্ণনগরের সভার পরে সরাসরি স্বয়ং প্রধানমন্ত্রীর দ্বারস্থ হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সভার শেষে মোদি মঞ্চ থেকে নেমে পিছনের দিকে যখন তাঁর বিশ্রামের জন্য তৈরি ঘরে যান। সেখানেই সুকান্ত-শুভেন্দুর সঙ্গে তাঁর প্রায় ১৫ মিনিট বৈঠক হয়।
রাজনৈতিক সমাবেশে যোগদান করার পরে আলাদা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। বিজেপি সূত্রের খবর, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সামগ্রিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রী শুভেন্দু- সুকান্তর কাছে খোঁজ নেন। প্রধানমন্ত্রীর কাছে শুভেন্দু- সুকান্তরা রাজ্যের আইন শৃঙ্খলা সহ নানান পরিস্থিতি সম্পর্কে শাসকদল এবং রাজ্য সরকারকে নিশানা করে প্রধানমন্ত্রীকে নালিশ করেন।
বলাবাহুল্য, লোকসভা ভোটে দলীয় প্রার্থী কারা কারা হবে তার প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। শীঘ্রই বাকি আসনগুলিরও প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। এরমধ্যেই বঙ্গ বিজেপি শিবিরে যোগ দিয়েছেন দুই উল্লেখযোগ্য ব্যক্তিত্ব৷ প্রাক্তন তৃণমূল নেতা তাপস রায় এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ এখন গোটা অঙ্কটা কোন পর্যায়ে দাঁড়ায় তা বোঝার জন্য অবশ্য সামনের অনেকগুলো দিন পড়ে রয়েছে৷