Dragon Ball Creator Died: হঠাৎ করেই চলে গেলেন Dragon Ball-এর স্রষ্টা! সামনে এল মৃত্যুর আসল কারণ...অ্যানিমেশন দুনিয়ায় শোকের ছায়া

Last Updated:

প্রায় ৪৫ বছরের শিল্পী জীবনে তাঁর হাত এবং মস্তিষ্ক জাপানের অ্যানিমেশন দুনিয়ার বহু চরিত্রেরই জন্ম দিয়েছে৷ যেগুলি বারবার আদৃত হয়েছে সারা বিশ্বের অ্যানিমেশন প্রেমী মানুষদের কাছে৷ বিবৃতিতে জনানো হয়েছে, ‘আমরা আশা করব, টোরিইয়ামার সৃষ্টি বহুদিন ধরে মানুষের মনে নিজের জায়গা ধরে রাখুক৷’

জাপান: গোকু, পিকোলো, বুলমা..জেনো৷ এমনই হাজারো চরিত্র আর তাদের অদ্ভুত দুনিয়া নিয়ে তৈরি হয়েছিল বহুল জনপ্রিয় কার্টুন ড্রামা ড্রাগন বল, আর পরবর্তী কালে, ড্রাগন বল Z, স্যান্ড ল্যান্ড৷ যে স্রষ্টার হাত থেকে তৈরি হয়েছিল এই গোকু, পিকোলো, বুলমা..আজ তা থেমে গেল চিরতরে৷ বিবৃতি জারি করে জানানো হল, ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ড্রাগন বল-এর স্রষ্টা আকিরা টোরিইয়ামা৷ তাঁর এই অকস্মাৎ মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে ড্রাগন বল ফ্র্যাঞ্চাইজি এবং অ্যানিমে কমিউনিটির সদস্য এবং ফ্যানেদের মধ্যে৷
শুক্রবার ‘ড্রাগন বল অফিশিয়াল’ পেজের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করে জানানো হয়, ‘ড্রাগন বল মাঙ্গা আকিরা টোরিইয়ামা গত ১ মার্চ আমাদের ছেড়ে চলে গিয়েছেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর৷ সম্প্রতি অ্যাকিইউট সাবডিইরাল হিমাটোমায় (এক ধরনের ব্লাড ক্যানসার) আক্রান্ত হয়েছিলেন তিনি৷ সেই রোগই তাঁর প্রাণ কেড়ে নিল৷’
প্রায় ৪৫ বছরের শিল্পী জীবনে তাঁর হাত এবং মস্তিষ্ক জাপানের অ্যানিমেশন দুনিয়ার বহু চরিত্রেরই জন্ম দিয়েছে৷ যেগুলি বারবার আদৃত হয়েছে সারা বিশ্বের অ্যানিমেশন প্রেমী মানুষদের কাছে৷ বিবৃতিতে জনানো হয়েছে, ‘আমরা আশা করব, টোরিইয়ামার সৃষ্টি বহুদিন ধরে মানুষের মনে নিজের জায়গা ধরে রাখুক৷’
advertisement
advertisement
আকিরা টোরিইয়ামার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভক্তেরাও৷ X-এ একাধিক পোস্টে তাঁরা জানিয়েছেন, ‘আকিরা টোরিইয়ামা, শান্তিতে বিশ্রাম নিন, আপনাকে আমরা সবসময় মিস করব’৷ একজন ভক্ত লিখেছেন, ‘আপনি কিংবদন্তি ছিলেন। আপনাকে ধন্যবাদ৷ শান্তিতে বিশ্রাম নিন ❤️’ ।
advertisement
আরেক ভক্ত লিখেছেন, ‘এই মানুষটি কিংবদন্তি ছিলেন, সত্যিই এমন এক প্রতিভা যা অনেকের জীবনকে প্রভাবিত করেছিল। তাঁর মৃত্যুতে আমি হতবাক ও বিস্মিত৷ এই ঘটনা অত্যন্ত দুঃখজনক, আমার বিশ্বাস, তাঁর উত্তরাধিকার হাজার হাজার বছর ধরে বেঁচে থাকবে৷’
বাংলা খবর/ খবর/বিদেশ/
Dragon Ball Creator Died: হঠাৎ করেই চলে গেলেন Dragon Ball-এর স্রষ্টা! সামনে এল মৃত্যুর আসল কারণ...অ্যানিমেশন দুনিয়ায় শোকের ছায়া
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement