এ দিকে কলকাতাতেও ঢুকেছে ৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ৭ মার্চ আরও ৩ কোম্পানি বাহিনী আসবে। এই পর্বে মোট ১০ কোম্পানি বাহিনী থাকবে কলকাতায়। যা অন্য জেলাগুলোর থেকে অনেকটাই বেশি বলে সূত্রের খবর।
আরও পড়ুনঃ বাড়ির মধ্যে তুলসী রাখেন তো? তছনছ হবে সব…! ভুল দিনে পাতা তুললে প্রিয়জনের বড় ক্ষতি
advertisement
লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা এখন সময়ের অপেক্ষা। ভোটের দিনক্ষণ ঘোষণার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। নির্বাচন কমিশনের তরফেও তৎপরতা কম নেই। কমিশনের ফুল বেঞ্চ রাজ্যের পরিস্থিতি সরেজমিনে দেখে নিতে বাংলায় আসছে। কমিশনের টিম পশ্চিমবঙ্গে আসার আগেই রাজ্যে মোতায়েন হল কেন্দ্রীয় বাহিনী।
বসিরহাট পুলিশ জেলার সন্দেশখালি এবং তার সংলগ্ন জেলাগুলিতে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে সাধারণ মানুষের আস্থা তৈরিতে বাহিনী মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। উত্তর ও দক্ষিণ কলকাতার ডিইওরা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার ডিএম এবং এসপি এবং আইজিরা উপস্থিত ছিলেন বৈঠকে। এই নির্বাচনে সিআরপিএফ রাজ্যে বাহিনী মোতায়েনের বিষয়ে নোডাল সংস্থা হবে।
জানা গিয়েছে, প্রথম দফায় ১০০ কোম্পানি আসছে রাজ্যে। পরে আরও ৫০ কোম্পানি ফোর্স নামতে পারে রাজ্যে। উল্লেখ্য, লোকসভা ভোটের তারিখ ও গণনার ফলাফলের দিন ক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগেই রাজ্যে রুট মার্চ শুরু করে দিল কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী রাজ্যের প্রতি জেলায় অন্তত ৫ কোম্পানি করে রাখতে চাইছে কমিশন। তবে কিছু জেলায় কম সংখ্যক কোম্পানি থাকতে পারে। এই কেন্দ্রীয় বাহিনী থাকবে পুলিশ সুপারের অধীনে। ভোটের আগে ভোটারদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে এই কেন্দ্রীয় বাহিনীর ফোর্স মোতায়েন করা হচ্ছে।