TRENDING:

West Bengal BJP Candidates List: তালিকায় চার বিধায়ক, বাংলায় ২০ প্রার্থীর নাম ঘোষণা বিজেপির! বড় চমক ঘাটাল, কাঁথিতে

Last Updated:

Lok Sabha Election 2024 BJP West Bengal Candidates List: লোকসভায় বাংলার ২০ আসনের প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে বেশ কয়েকটি পরিচিত নাম থাকলেও ঘাটাল এবং কাঁথি এই দুটি আসনে রয়েছে বড় চমক।  

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ বাজল নির্বাচনী দামামা। লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি। আজ শনিবার সন্ধ্যায় কিছুক্ষণ আগেই দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে বাংলার ২০ আসনের প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে বেশ কয়েকটি আসনে পরিচিত নাম থাকলেও ঘাটাল এবং কাঁথি এই দুটি আসনের ঘোষিত দুটি নামে রয়েছে বড় চমক।
বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ।
বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ।
advertisement

বিজেপির প্রকাশিত তালিকা অনুযায়ী কোচবিহারের প্রার্থী হচ্ছেন নিশীথ প্রামাণিক, আলিপুরদুয়ারে মনোজ টিগ্গা, বালুরঘাটে ড. সুকান্ত মজুমদার, মালদহ উত্তরে খগেন মুর্মু, মালদহ দক্ষিণে শ্রীরূপা মিত্র চৌধুরী। মুর্শিদাবাদের বহরমপুরে প্রার্থী ঘোষণা করা হয়েছে ড. নির্মল কুমার সাহাকে, মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ। নদিয়ার রানাঘাট থেকে প্রার্থী হচ্ছেন জগন্নাথ সরকার। উত্তর ২৪ পরগণার বনগাঁ আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুরকে।

advertisement

আরও পড়ুনঃ দেব-হিরণ মুখোমুখি লড়াই? ঘাটালের রণাঙ্গনে হাইভোল্টেজ ভোটযুদ্ধ যেন শুরু আজ থেকেই

জয়নগরের প্রার্থী হচ্ছেন অশোক কান্ডারী, যাদবপুর কেন্দ্র থেকে নির্বাচনে লড়বেন ড. অনির্বাণ গঙ্গোপাধ্যায়, হাওড়ার প্রার্থী ড. রথীন চক্রবর্তী, হুগলি থেকে লরাই করবেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। কাঁথি এবং ঘাটাল আসলে রয়েছে চমক। কারণ এ বারে ঘাটাল থেকে প্রার্থী হচ্ছেন  হিরন্ময় চট্টোপাধ্যায়।

advertisement

এ বারে কাঁথি থেকে নির্বাচনে লড়াই করবেন অধিকারী পরিবারের সদস্য সৌমেন্দু অধিকারী। পুরুলিয়ার প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো, বাঁকুড়া থেকে প্রার্থী বিজেপির পরিচিত মুখ ড. সুভাষ সরকার। বিষ্ণুপুরের প্রার্থী সৌমিত্র খাঁ, আসানসোলের প্রার্থী শ্রী পবন সিং এবং বোলপুর থেকে নির্বাচনে লড়বেন প্রিয়া সাহা।

advertisement

প্রসঙ্গত, দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে আগামী লোকসভা নির্বাচনের ১৯৫টি আসনের প্রার্থী ঘোষণা করল গেরুয়া শিবির৷ সেখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে, বারাণসী আসন থেকে লড়বেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এই আসন থেকেই তিনি লড়ে আসছেন, এ বারেও সেই আসনেই লড়বেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর জাঁকজমকে বারাসাতকে টেক্কা! এই বছর নজর কাড়ল মধ্যমগ্রামের কোন কোন মণ্ডপ?
আরও দেখুন

যে রাজ্যগুলির আসন ঘোষণা করা হয়েছে, সেগুলি হল উত্তরপ্রদেশ (৫১), পশ্চিমবঙ্গ (২০), মধ্যপ্রদেশ (২৪), গুজরাত (১৫), রাজস্থান (১৫), কেরল (১২), তেলঙ্গানা (৯), অসম (১১), ঝাড়খন্ড (১১), ছত্তিশগড় (১১), দিল্লি (৫), জম্মু ও কাশ্মীর (২), উত্তরাখণ্ড (৩), অরুণাচল প্রদেশ (২), গোয়া (১), ত্রিপুরা (১), আন্দামান (১), দমন ও দিউ (১)৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal BJP Candidates List: তালিকায় চার বিধায়ক, বাংলায় ২০ প্রার্থীর নাম ঘোষণা বিজেপির! বড় চমক ঘাটাল, কাঁথিতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল