TRENDING:

Bengal BJP: ‘দল বিরোধী কাজ’! শোকজ করে সাময়িক বরখাস্ত অভিষেকের প্রতিদ্বন্দ্বী, বিজেপি নেতার গলায় অবশ্য অন্য সুর

Last Updated:

সরাসরি না বললেও ঠারেঠোরে অভিজিতের অভিযোগ, দলেরই একাংশ চিঠি ‘লিক’ করেছে৷ তাঁদেরই বিরুদ্ধে নজর ঘোরানোর চাঞ্চল্যকর অভিযোগ করেছেন অভিজিৎ দাস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নির্বাচন মিটতেই দলবিরোধী কাজ করার অভিযোগে বরখাস্ত করা হল বিজেপি নেতা অভিজিৎ দাসকে৷ এবারের নির্বাচনে লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করেছিল বিজেপি৷ তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ৭ লক্ষ ১০ হাজার ৯৩০ ভোটে পরাজিত হয়েছিলেন ববি৷
advertisement

তবে, বাইট। রাজ্য বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির তরফে বহিষ্কার প্রসঙ্গে অভিজিৎ দাসকে প্রশ্ন করা হলে তিনি অবশ্য গোটা বিষয়টিই অস্বীকার করেন৷ তাঁর দাবি, ‘‘আমি কোনও চিঠি পাইনি। এই চিঠি তো ফেকও হতে পারে, কে লিক করল? আমি কোনও ইন্ধন দিইনি। আমি সেদিন ছিলামও না। এই চিঠি কীভাবে সামনে এল, দলের কাছে জানতে চাইব। আমি তো রিক্সাওয়ালা ভ্যানওয়ালা নয়, যে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, আমি দীর্ঘদিনের কার্যকর্তা। চিঠি পেলে যা বলার বলব।’’

advertisement

আরও পড়ুন: মমতার হুঁশিয়ারির পরেই জমি নিয়ে তৎপর নবান্ন! জেলাশাসকদের কাছে গেল বিশেষ নির্দেশ, ৪৮ ঘণ্টার মধ্যেই ব্যবস্থা

সরাসরি না বললেও ঠারেঠোরে অভিজিতের অভিযোগ, দলেরই একাংশ চিঠি ‘লিক’ করেছে৷ তাঁদেরই বিরুদ্ধে নজর ঘোরানোর চাঞ্চল্যকর অভিযোগ করেছেন অভিজিৎ দাস।

আরও পড়ুন: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার তদন্ত শুরু! বুধবার থেকে জিজ্ঞাসাবাদ, ঠিক কী ঘটেছিল সেই দিন?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

গত মঙ্গলবার ভোট পরবর্তী হিংসার তদন্ত করতে রাজ্যে এসেছে কেন্দ্রীয় দল৷ তাঁদের সামনেই বিজেপির একাংশের কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখায়। অভিযোগ, এই বিক্ষোভের সময়ে অভিজিৎ দাস থাকলেও, তিনি নিষ্ক্রিয় ছিলেন। তাই দল বিরোধী কাজের জন্য তাঁকে ‘সাময়িকভাবে’ বরখাস্ত করা হয়েছে তাঁকে। পাশাপাশি রাজ্যে নেতৃত্বের পক্ষ থেকে তাঁকে চিঠি দিয়ে শোকজও করা হয়েছে বলে খবর৷ আগামী সাত দিনের মধ্যে শোকজের উত্তর দিতে বলা হয়েছে৷ রাজ্যের শৃঙ্খলারক্ষা কমিটির পক্ষ থেকে তাঁকে ইতিমধ্যেই শোকজের চিঠি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengal BJP: ‘দল বিরোধী কাজ’! শোকজ করে সাময়িক বরখাস্ত অভিষেকের প্রতিদ্বন্দ্বী, বিজেপি নেতার গলায় অবশ্য অন্য সুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল