বিষ্ণপুর থেকে জিতছেন সৌমিত্র খাঁ৷ তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামল সাঁতরাকে হারিয়ে নিজের জেতা কেন্দ্র থেকেই জিতলেন সৌমিত্র৷ ২০০৬ সাল থেকে টানা ১৩ বছর তৃণমূলের সঙ্গে ছিলেন সৌমিত্র খাঁ৷ ২০১১ সালে বিধানসভা নির্বাচনে কোতুলপুর থেকে জেতেন তিনি৷ ২০১৪ সালে লোকসভা নির্বাচনে তৃণমূলের কংগ্রেসের টিকিটে জিতেছিলেন বিষ্ণুপুর থেকেই৷ এবার সেই কেন্দ্র থেকেই জিতলেন বিজেপির টিকিটে৷
advertisement
ব্যারাকপুর কেন্দ্র থেকে জিততে চলেছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং৷ এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীনেশ ত্রিবেদীর থেকে এগিয়ে রয়েছেন তিনি৷ ২০০১ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে ভাটপাড়া বিধানসভা কেন্দ্র থেকে জেতেন তিনি৷ সেই সময় থেকেই ভাটপাড়া বিধানসভার বিধায়ক ছিলেন তিনি৷ ২০০৪ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে ব্যারাকপুর লোকসভা থেকে লড়লেও সেবার হেরে গিয়েছিলেন তিনি৷ এবার সেই কেন্দ্র থেকেই বিজেপির টিকিটে জিততে চলেছেন অর্জুন৷
কোচবিহার থেকে জিততে চলেছেন বিজেপি প্রার্থী নীশিথ প্রামাণিক৷ তৃণমূল কংগ্রেস প্রার্থী নীশিখ প্রামাণিকের থেকে এগিয়ে রয়েছেন তিনি৷ ২০১৮ সালে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হন দলের অন্যতম যুবনেতা নীশিথ প্রামাণিক৷
মালদহ দক্ষিণ কেন্দ্র থেকে জিততে চলেছেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী৷ কংগ্রেসের শক্ত ঘাঁটিতে বর্ষীয়ান নেতা আবু হাসেম খান চৌধুরীকে হারিয়ে জিততে চলেছেন তিনি৷ ২০১৪ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়েছিলেন দক্ষিণ দিল্লি কেন্দ্র থেকে৷