আরও পড়ুনঃ লালে লাল কলকাতার রাজপথ, হাজরা মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা, আজ ৫ বাম প্রার্থীর মনোনয়ন
যাদবপুর লোকসভা কেন্দ্রের সৃজন ভট্টাচার্য, দক্ষিণ কলকাতার সায়রা শাহ হালিম, ডায়মন্ড হারবারের প্রতীকুর রহমান, মথুরাপুরের শরৎচন্দ্র হালদারের পাশাপাশি জয়নগরের আরএসপি প্রার্থী সমরেন্দ্র নাথ মণ্ডল হাজরা মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে তাঁরা নিজেদের সংশ্লিষ্ট ইকেলটোরাল অফিসে মনোনয়ন পেশ করার কথা ছিল। দক্ষিণ কলকাতার ক্ষেত্রে আলিপুর সার্ভে বিল্ডিং এবং দক্ষিণ ২৪ পরগনার বাকি কেন্দ্রগুলোর ক্ষেত্রে আলিপুর জেলাশাসক অফিসে মনোনয়ন জমা পড়বে। এই ৫ কেন্দ্রের ভোট হবে শেষ দফায়, অর্থাৎ ১ জুন। চলতি বছর লোকসভা ভোটের ফলাফল ঘোষণা হবে ৪ জুন।
advertisement
অপরদিকে, অক্ষয় তৃতীয়ার দিনে মনোনয়ন জমা দেবেন অভিষেক বন্দোপাধ্যায়। আগামিকাল, অর্থাৎ শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় তিনি আলিপুরে জেলাশাসকের অফিসে এই মনোনয়ন জমা দেবেন। অভিষেকের সঙ্গে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত বিভিন্ন বিধানসভার বিধায়করা থাকবেন। হাজরা থেকে গোপালনগর পর্যন্ত একটি রোড শো হতে পারে এই মনোনয়ন পর্ব ঘিরে।