দুর্গাপুজো কমিটিগুলির সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। দিল্লির চিত্তরঞ্জন পার্কে দুর্গাপুজো নিয়ে এবার সরগরম রাজনীতি। ভিন রাজ্যে বাঙালিদের উপর নানারকম হেনস্থার অভিযোগের মাঝেই বিজেপি এবার দিল্লির বুকে বাঙালি ভোটব্যাঙ্ককে লক্ষ্য করে নতুন কৌশল নিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে হেঁটেই দিল্লির পুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান দেওয়ার চেষ্টা করেছে বিজেপি।
advertisement
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিল্লি বিজেপির এই পদক্ষেপের পিছনে রয়েছে স্পষ্ট রাজনৈতিক স্বার্থ। একদিকে প্রবাসী বাঙালি ভোটকে আকর্ষণ করার চেষ্টা, অন্যদিকে বাংলার বাইরে বাঙালিদের উপর হেনস্থার অভিযোগকে ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা। বিরোধী শিবিরের অভিযোগ, এই উদ্যোগ প্রমাণ করছে যে, বিজেপি বাঙালিদের মধ্যে বিভেদ সৃষ্টির রাজনীতিতেই ভরসা রাখছে এবং ভোটের আগে তাদের আবেগকে কাজে লাগানোর চেষ্টা করছে।
এমনকি, কিছুদিন আগে বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে বিতর্কে জড়ায় দিল্লি পুলিশ। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিবাদ জানান। এই আবহে আগামী বছর পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আগে বাঙালি আবেগ উস্কে দিতেই এই নতুন কৌশল নিয়েছে বিজেপি। তবে কি বাঙালি মন জয় করতে দুর্গাপুজোকেই ঢাল করছে গেরুয়া শিবির, উঠছে এই প্রশ্ন।