TRENDING:

Locket Chatterjee: বালিতে হঠাৎ লোকাল ট্রেনে লকেট! তারপর যা ঘটল, ভাবতেই পারবেন না, যাত্রীরা বললেন...

Last Updated:

Locket Chatterjee: হঠাৎ করে লোকাল ট্রেনে লকেট চট্টোপাধ্যায়, অবাক যাত্রীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বালি: প্রতিদিনের মতোই ট্রেনে করে বাড়ি ফিরছিলেন যাত্রীরা। কিন্তু এদিন বালি স্টেশনে ট্রেন থামতেই অবাক হয়ে যান তাঁরা। কারণ ততক্ষণে ট্রেনের কামড়ায় উঠে পড়েছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। কলকাতা তথা রাজ্যে এরকমভাবে লোকাল ট্রেনে কোনও সেলিব্রিটিকে দেখতে কেউই অভ্যস্ত নন। ফলে খুব স্বাভাবিকভাবেই ট্রেনের ওই কামরায় একটা উৎসাহ তৈরি হয়, যাত্রীদের। এদের একাংশ লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে ছুটে আসেন। কেউ কেউ সেলফি তোলেন।
লোকাল ট্রেনে লকেট
লোকাল ট্রেনে লকেট
advertisement

শুধুমাত্র ওই কামরাই নয় বালি স্টেশন থেকে গাড়ি চলার সঙ্গে সঙ্গে দ্রুত ট্রেনের অন্য কামড়াতেও সেই খবর ছড়িয়ে পড়ে। সংবাদ মাধ্যমের কাছে খবর পেয়ে অন্যান্য স্টেশনেও অনেকেই এসে উপস্থিত হন। তাঁদের মধ্যে অনেকে আবার বিজেপির কর্মী সমর্থক। ভিড় জমে যায় রিষড়া স্টেশনেও। সেখানেই নামেন লকেট চট্টোপাধ্যায়।

advertisement

অশান্তি হওয়ার কারণে রিষড়াতে রাজনৈতিক উত্তাপ বেড়েছে। শাসক বিরোধী একে অপরের বিরুদ্ধে এর দায় চাপিয়েছে। সেখানেই পৌঁছানোর চেষ্টা করছিলেন লকেট। বিজেপির বাকি নেতৃত্বও সেখানে পৌঁছানোর চেষ্টা করেছিলেন। সড়ক পথে যাওয়ার জন্য ঘটনাস্থলের অনেক আগেই তাঁদের আটকে দেওয়া হয় বলে অভিযোগ। সেইজন্যই কৌশল বদল করে ট্রেনে করে রিষড়া পৌঁছানোর চেষ্টা করেন সাংসদ।

advertisement

আরও পড়ুন: বিরাট খবর! প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে বড় নির্দেশ, লাখো পরীক্ষার্থীর জানা জরুরি

মঙ্গলবার দুপুরে এয়ারপোর্টে থেকে বেরিয়ে রিষড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন লকেট। হঠাৎই বালি স্টেশনের দিকে ঘুরে যায় তাঁর কনভয়। এরপরই ট্রেনে উঠে রিষড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি। তিনি বলেন, "গন্ডগোলে বেশ কয়েকজন দলীয় সমর্থক আক্রান্ত হয়েছেন। এলাকায় আতঙ্ক রয়েছে। একই সঙ্গে যারা আক্রান্ত পুলিশ তাঁদের বিরুদ্ধেই পদক্ষেপ করছে। আর বিজেপির নেতৃত্ব সেখানে যাওয়ার চেষ্টা করলে তাঁদের আটকে দেওয়া হচ্ছে। এই সক্রিয়তা আগে দেখানে সেখানে গন্ডগোল আটকানো যেত। আমি সেই এলাকায় পৌঁছাতে চাইছি। যেহেতু সড়ক পথে গেলে বাঁধার মুখে পড়ার আশঙ্কা রয়েছে তাই ট্রেনে করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।" যদিও ট্রেনে করে গেলেও রিষড়া স্টেশন থেকে পুলিশ তাঁকে বেরতে দেয়নি। প্রায় ঘন্টাখানেক সেখানে অবস্থান করেন নেত্রী। ফিরতি ট্রেনে করেই ফের বালিতে পৌঁছান লকেট।

advertisement

আরও পড়ুন: কথা মতোই কাজ করলেন অভিষেক! দিল্লিতে গিয়েই যা করলেন, তোলপাড় রাজধানী

এদিকে ট্রেনে লকেট চট্টোপাধ্যায় ওঠায় যাত্রীদের মধ্যে কিঞ্চিত উৎসাহ তৈরি হয়। কোন্নগর স্টেশনে নামার আগে এক যাত্রী বলেন, "ট্রেনের মধ্যে এইভাবে সেলিব্রিটিদের দেখা যায় না। লকেট চট্টোপাধ্যায়কে দেখে বেশ ভালই লাগলো। তার একটা ছবি মোবাইলে তুলেছি।" হিন্দমোটর স্টেশনে নামার আগে এক ছাত্রী মোবাইলে ভিডিও কল করে পরিবারের লোকের সঙ্গে কথা বলেন। এবং লাইভ ভিডিওতে লকেট চট্টোপাধ্যায়কে দেখাতে শুরু করেন। বাড়ির লোক এই ছবি দেখে অনেকেটাই উৎসাহিত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

তিনি বলেন, "টিভিতে আমরা লকেট চট্টোপাধ্যায় কে দেখি কখনো রাজনৈতিক কর্মসূচিতে কখনো বা সিরিয়াল বা সিনেমাতে। চোখের সামনে এইভাবে ওনাকে দেখতে পাবো তা ভাবিনি। বাড়ির লোককে ফোন করে সে কথা জানাতে তারা দেখতে চাইল। তাই ভিডিও কল করে তাদেরকে এই ছবি দেখিয়েছি।" ট্রেনে চড়ার অভিজ্ঞতা নিয়ে লকেট বলেন সাম্প্রতিক অতীতে নিয়মিত ট্রেনে চড়ার অভিজ্ঞতা নেই। তবে মেট্রো চড়েছেন। শেষবার ভোটের সময় একবার প্রচারের উদ্দেশ্যে ট্রেনে উঠেছিলেন বলেও জানান নেত্রী।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Locket Chatterjee: বালিতে হঠাৎ লোকাল ট্রেনে লকেট! তারপর যা ঘটল, ভাবতেই পারবেন না, যাত্রীরা বললেন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল