রায়গঞ্জের প্রাক্তন সাংসদের দাবি, এই সাংবাদিক সম্মেলনের ব্যবস্থা করেছিলেন তিনিই। এমনকী, দলের আইটি সেলের সভাপতি অমিত মালব্যর সঙ্গে ফোনে কথা বলে সাংবাদিক সম্মেলনের ব্যবস্থা করেন বলে দাবি তাঁর। দেবশ্রীর অভিযোগ, তাঁর এত উদ্যোগ বিফলে গিয়েছে। লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে 'নোংরা' রাজনীতি করার অভিযোগ তোলেন তিনি।
যদিও তাঁকে শান্ত করার চেষ্টা করেন লকেট। তিনি দেবশ্রী চৌধুরীকে বলেন, "আপনি শান্ত হোন। আমাকেও ফোন করে সাংবাদিক সম্মেলন করতে বলেছিলেন অমিত মালব্য। নাহলে আমি আসব কেন?" বিষয়টি গুরুতর জায়গায় পৌঁছলে সেখানে উপস্থিত অন্যান্য নেতা কর্মীদের হস্তক্ষেপ পরিস্থিতি শান্ত হয়।
advertisement
আরও পড়ুন: মহিলাদের রূপ ধরে রাখতে অব্যর্থ গাধার দুধ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মানেকা গান্ধির টোটকা
রামনবমীর পর পর অশান্তির ঘটনায় বিজেপি ও তৃণমূল চাপানউতোর অব্যাহত। হাওড়ার শিবপুর ও হুগলির রিষড়াতে রবিবারের অশান্তির ঘটনার উল্লেখ করার পাশাপাশি শনিবার পূর্ব বর্ধমানের শক্তিগড়ে কয়লা কারবারি রাজু ঝা-কে খুন করার বিষয়টিও তুলে ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এবার চিঠি লিখলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বাংলায় আইনশৃঙ্খলা বলে কিছু নেই। এই অভিযোগ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অবিলম্বে কেন্দ্রীয় হস্তক্ষেপের আর্জি জানান সুকান্ত মজুমদার।
এর আগেও একাধিকবার আইন শৃঙ্খলার প্রশ্নে দিল্লির দ্বারস্থ হয়েছেন বঙ্গ বিজেপি নেতারা। রবিবার সেই একই অভিযোগ করে ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন সুকান্ত। রাম নবমীতে হিংসাত্মক ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন লকেট চট্টোপাধ্যায়। বিভিন্ন জায়গায় হিংসার ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানান তিনি।