চুড়ান্ত পর্বে সার্টিফিকেট এবং টেস্টিমোনিয়াল যাচাই, ইন্টারভিউ-ভাইভা এবং অ্যাপ্টিটিউড টেস্ট নেওয়া হবে ৷ হাজির হওয়ার আগে দেখে নিন ভাইভা বা অ্যাপটিটিউড টেস্টে বসতে গেলে কী কী ডকুমেন্টস বাধ্যতামূলক ৷
১) ইন্টারভিউয়ের সময় সবার আগে সঙ্গে নিতে হবে TET-এর অরিজিনাল অ্যাডমিট কার্ড
২) মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড অথবা বয়সের শংসাপত্র
advertisement
৩) মাধ্যমিক,উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষার আসল রেজাল্ট ও শংসাপত্র
৪) গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট ও মার্কশিট
৫) টিচার্স ট্রেনিং করা থাকলে তার শংসাপত্র
৬) সংরক্ষণের আওতাভুক্ত হলে কাস্ট সার্টিফিকেট নিতে ভুলবেন না
৭) শারীরিকভাবে পিছিয়ে পড়া পরীক্ষার্থীদের প্রমাণস্বরূপ সার্টিফিকেট আবশ্যক
৮) আংশিক সময়ে কোনও শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে সেই শংসাপত্র
৯) ভোটারকার্ড, আধারকার্ড, প্যানকার্ডের মতো পরিচয় পত্র সঙ্গে আনা আবশ্যক
এছাড়া পরীক্ষার্থীদের নিজের দুটি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে আনতে হবে ৷
প্রাথমিকে শিক্ষকের শূন্যপদের সংখ্যা ৪২,৯৪৯টি ৷ আইনি ফাঁস মুক্ত হওয়ার পর দ্রুত শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে পর্ষদ ৷
পর্ষদের ওয়েবসাইটে http://www.wbsed.gov.in/-এ নিয়োগের বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ৷ বিজ্ঞপ্তি অনুসারে সবথেকে বেশি শূন্যপদ রয়েছে বর্ধমান রিজিয়নে ৷ সেখানে মোট ৩ হাজার ২১টি শিক্ষক পদ শূন্য ৷