সব থেকে বেশি বিক্রি হয়েছে দিওয়ালি অর্থাৎ ১৩ নভেম্বর। ১২ নভেম্বর থেকে ১৪ ই নভেম্বর মদ থেকে এই বিশাল পরিমাণ অর্থ আয় করেছে রাজ্য। সব থেকে বেশি বিক্রি হয়েছে দেশীয় প্রস্তুতকারকদের তৈরি বিদেশি মদ। দুর্গাপুজোর ৫ দিন ও কালীপুজোর তিনদিন এই আট দিনে মদ থেকে আয় করল রাজ্য ১ হাজার কোটি টাকা। যা সাম্প্রতিক সময় সর্বকালীন রেকর্ড বলেই দাবি করছেন আবগারি দফতরের আধিকারিকরা।
advertisement
আরও পড়ুুন – Sreesanth: জেলের হাওয়া খাবেন নাকি, শ্রীসন্থ ফের খারাপ ফেঁসেছেন, জানুন পুরো মামলা
অক্টোবর মাসের পর নভেম্বর মাসেও বিপুল আয়ের রাস্তা দেখা যাচ্ছে, যা মদ বিক্রি করে পেতে পারে রাজ্য৷
এদিকে দুর্গাপুজোতে মদ বিক্রি করে লক্ষ্মীলাভ হয়েছিল রাজ্য সরকারের। পুজোর পাঁচদিনে মদ বিক্রি থেকে রাজ্যের আয় হয়েছে ৬২০ কোটি টাকা যা ২০২২-র দুর্গাপুজোর থেকে ১৫ শতাংশ বেশি।
Somraj Bandopadhay
