রাজ্য সরকারের কোষাগারে একটি বড় অংশই আসে আফগারি রাজস্ব থেকে৷ লকডাউন চলাকালীন মদ বিক্রি সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে যাওয়ায় কোষাগারে ব্যাপক টান পড়ে৷ পরবর্তীকালে কেন্দ্র মদের দোকান খোলার অনুমতি দিলে কোষাগারের ঘাটতি মেটাতে ৩০ শতাংশ আফগারি শুল্ক বৃদ্ধি করে রাজ্য সরকার৷ একলাফে ৩০ শতাংশ আফগারি শুল্ক বেড়ে যাওয়ায় জুন, জুলাই মাসে মদের বিক্রিতে ভাঁটা পড়ে৷ মদের দাম কতটা কমবে, তা সিদ্ধান্ত নেওয়া হবে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে৷
advertisement
গত মার্চ মাসে দেশজুড়ে সম্পূর্ণ লকডাউন ঘোষণার পরেই বন্ধ হয়ে যায় মদের দোকান৷ পরে লকডাউন ৩-এ কিছু ক্ষেত্রে ছাড় ঘোষণা করে কেন্দ্র৷ শর্তসাপেক্ষে মদের দোকান খোলার অনুমতি মেলে৷ সেই সময় রাজস্ব ঘাটতি মেটাতে ও ভিড় কমাতে অতিরিক্ত শুল্ক বসায় রাজ্য সরকার৷
SOURAV GUHA
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 25, 2020 6:30 PM IST