একটি মামলার শুনানি চলাকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ''আমার বিরুদ্ধে কিছু আইনজীবী প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন। আমি অবাক হয়েছি। চিঠিতে লেখা হয়েছে আমি একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে কাজ করছি। চিঠিতে কেউ লিখল না, আমার জন্য কতগুলো মানুষ জেলে রয়েছে। কতজন গ্রেফতার হয়েছে। আমার বেঞ্চে কাউকে একটাকা দিতে হয় না মামলা তোলার জন্য। এগুলো বন্ধ করে দিয়েছি।''
advertisement
আরও পড়ুন: পুজো অনুদান কেন, শুনানি শুরু হাই কোর্টে! রাজ্যকে হলফনামা দিতে নির্দেশ
একটি মামলা চলাকালীন এমনই মন্তব্য বিচারপতি'র। হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিককে এজলাসে দেখে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য। আবেগঘন ভাবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন,''আমাকে নিয়ে পড়েছ কারণ আমি কোরাপশন সামনে এনেছি তাই। এই আদালতের অনেক বিচারপতিই দেরি করে বসেন। কেউ দুপুর ১২টায় বসেন আবার উঠে যান বিকেল ৩টের সময়। সেই সমস্ত বিচারপতিদের নিয়ে কেন কোনও চিঠি লেখা হয়না?''
আরও পড়ুন: 'পার্থ-অনুব্রত-ববি চোর, আর আপনারা সাধু!', গ্রেফতারির পর এই প্রথম মমতার মুখে পার্থর নাম
এরপরই হুঁশিয়ারির সুরে তিনি বলেন, ''আমি এই চিঠি বরদাস্ত করব না।
যারা চিঠিতে সই করেছেন তাদের বলার সুযোগ দেব। আর তারপর ক্রিমিনাল কনটেম্প জারি করব। হাই কোর্ট বারের এক্সিকিউটিভ সদস্য কাকলি নস্করের সই দেখেছি চিঠিতে। আমি তাঁর সঙ্গেও কথা বলতে চাই, বিকেলে চেম্বারে আসুক কাকলি নস্কর। তাঁকে নিয়ে আসুন বার সম্পাদক।''