জানা গিয়েছে, আর বিলম্ব না যত দ্রুত সম্ভব জোটের আলোচনা চেয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি দিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।
২০২১ এর নির্বাচনে বাম, কংগ্রেস, আইএসএফ জোটের পোশাকি নাম দেওয়া হয়েছিল সংযুক্ত মোর্চা। কিন্তু, সেই জোটে আইএসএফ-এর অন্তর্ভুক্তি ‘অধীরে’র কংগ্রেসের কাছে খানিক গলার কাঁটার মতোই বিঁধেছিল৷ ব্রিগেডের ময়দানের যৌথ সমাবেশে কারও নজর এড়িয়ে যায়নি সেই চোরা অস্বস্তি৷
advertisement
অন্যদিকে, একুশের বিধানসভায় বাম-কংগ্রেস শূন্য হয়ে গেলেও জোটের নিরিখে খাতা খুলেছিলেন আইএসএফ-র নওশাদ সিদ্দিকী৷ তারপর থেকে তাঁকে বিধায়ক তথা আইএসএফ প্রধান হিসাবে বছরভর মাঠে ময়দানে সক্রিয়ভাবেই দেখা যায়৷
এদিকে, একুশের পরে আবার ছব্বিশের লোকসভা নির্বাচনে কিন্তু আইএসএফের সাথে জোট বাঁধেনি বামফ্রন্ট৷ মুর্শিদাবাদে আইএসএফ প্রার্থী দেওয়া সত্ত্বেও সেখানে প্রার্থী দেয় সিপিএম৷
২১-এর নির্বাচনের প্রাক্কালে সংযুক্ত মোর্চার মূল কারিগর ও জোটের নেতৃত্ব দিয়েছিলেন বিমান বসু। সেই কারণে, জোট সম্পর্কে দ্রুত আলোচনা চেয়ে তাঁর কাছেই চিঠি গিয়েছে এবার৷ নওশাদ সিদ্দিকীর এই চিঠির পরে আলিমুদ্দিন স্ট্রীট বা বামফ্রন্ট এর তরফে এবার কী প্রত্যুত্তর পাওয়া যায় সেটাই দেখার।