এই সংঘর্ষে জখম প্রবীণ বাম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় ৷ আহত বিমান বসুও ৷ এছাড়াও আহত হয়েছেন প্রায় ২২ জন বাম কর্মী-সমর্থক ৷ জখম নেতা কর্মীদের চিকিৎসার জন্য মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় ৷ প্রাথমিক চিকিৎসার পর ৯ জনকে ছেড়ে দেওয়া হয় ৷
আহত কান্তি গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, পুলিশ তাদের উপর বর্বরোচিত অত্যাচার করেছেন ৷ তাঁর মন্তব্য, ‘পুলিশ লাঠিচার্জ করেছে ৷ আমার কোমরে মেরেছে ৷ বর্বরোচিত অত্যাচার ৷’ অন্যদিকে, বামকর্মীদের ইট ছোঁড়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘কাউকে ইট ছুড়তে দেখিনি ৷’
advertisement
নবান্ন অভিযানের শুরুতেই আটক সুজন চক্রবর্তী সহ ৪ বাম বিধায়ক
অভিযানকারী বামফ্রন্ট নেতা ও কর্মী সমর্থকদের ছোঁড়া ইটের আঘাতে আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মী তাদেরও মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 22, 2017 4:39 PM IST