প্রার্থী তালিকা অনুযায়ী, সিতাই থেকে ফরোয়ার্ড ব্লকের অরুণ কুমার বর্মাকে প্রার্থী করল বামেরা। মাদারিহাট থেকে প্রার্থী হয়েছেন আরএসপি-র পদম ওঁরাও, নৈহাটি থেকে প্রার্থী সিপিআই(এল) লিবারেশনের দেবজ্যোতি মজুমদার। মেদিনীপুর থেকে প্রার্থী সিপিআই-এর মণিকুন্তল খামরুই, তালডাংড়া থেকে প্রার্থী সিপিআইএম-এর দেবকান্তি মহান্তি।
আরও পড়ুন: ৩৯ দিন পর সেই নবান্নতেই বৈঠক, শুরুতেই চমকে দিলেন মমতা! দাবি ছাড়াই যা ‘মেনে’ নিলেন…
advertisement
এদিকে, সিতাই কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী করা হয়েছে সঙ্গীতা রায়কে, মাদারিহাট থেকে তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টপ্পো, তালডাংড়া থেকে প্রার্থী ফাল্গুনী সিংহবাবু, মেদিনীপুর থেকে প্রার্থী সুজয় হাজরা, হাড়োয়া থেকে প্রার্থী শেখ রাবিউল ইসলাম, নৈহাটি থেকে প্রার্থী সনৎ দে।
ছটি কেন্দ্রের মধ্যে মাদারিহাটে বিজেপি প্রার্থী হচ্ছেন রাহুল লোহার৷ সিতাইয়ে বিজেপি প্রার্থী দীপককুমার রায়, নৈহাটিতে বিজেপি প্রার্থী রূপক মিত্র৷ হাড়োয়ার বিজেপি প্রার্থী বিমল দাস, মেদিনীপুরে শুভজিৎ রায় এবং তালডাংড়ায় বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী৷ ছটি কেন্দ্রেই মূলত নতুন মুখেদের উপরেই ভরসা রেখেছে তৃণমূল, বিজেপি এমনকী বামেরাও।