TRENDING:

Left and Congress: বাম-কংগ্রেস জোটে ফাটল? তীব্র কটাক্ষ তৃণমূল কংগ্রেসের 

Last Updated:

Left and Congress: তৃণমূল এবং বিজেপির মতো বামফ্রন্টও স্থানীয় প্রার্থীর উপর জোর দিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: হাড়োয়া বাদ রেখে ছয়টি বিধানসভার আসনের উপনির্বাচনে পাঁচটিতে প্রার্থীদের নাম ঘোষণা করে দেয় বামফ্রন্ট। সোমবার সন্ধ্যায় রাজ্য বামফ্রন্টের তরফে প্রার্থিতালিকা প্রকাশ করা হয়। এরপর মঙ্গলবার রাতে কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করে দেয়। আর বামেদের ছেড়ে দেওয়া হাড়োয়া আসনে প্রার্থী ঘোষণা করে আই এস এফ।
হাড়োয়া বাদ রেখে ছয়টি বিধানসভার আসনের উপনির্বাচনে পাঁচটিতে প্রার্থীদের নাম ঘোষণা করে দেয় বামফ্রন্ট
হাড়োয়া বাদ রেখে ছয়টি বিধানসভার আসনের উপনির্বাচনে পাঁচটিতে প্রার্থীদের নাম ঘোষণা করে দেয় বামফ্রন্ট
advertisement

২০২১ সালের বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চার অধীনে বামফ্রন্ট, কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)। সেই সুবাদে হাড়োয়া আসনে লড়াই করেছিল নওশাদ সিদ্দিকির দল আইএসএফ। এ বারের উপনির্বাচনে কংগ্রেসের মতোই বামফ্রন্টের সঙ্গে জোট হয়নি তাদেরও। তাই এই আসনে প্রার্থী দেয় আই এস এফ। বামফ্রন্টের আশা, আরজি কর-কাণ্ডের জেরে এ বারের ভোটে ভাল ফল করবে তারা। তৃণমূল এবং বিজেপির মতো বামফ্রন্টও স্থানীয় প্রার্থীর উপর জোর দিয়েছে।

advertisement

আরও পড়ুন – Depression Over Bay Of Bengal: বঙ্গোপসাগরে গুটিসুটি মেরে এগোচ্ছে নিম্নচাপ, ২৪ ঘণ্টা পেরোলেই হাওয়া বদল বাংলায়, হুড়মুড়িয়ে নামবে বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় নাকাল জীবন

অন্যদিকে কংগ্রেস এই ছয় বিধানসভা উপনির্বাচনে প্রার্থী দিয়ে দিল।৬ আসনে বিধানসভার উপনির্বাচনে আগামী ১৩ নভেম্বর। মনোনয়ন জমার দেওয়ার শেষ তারিখ ২৫ অক্টোবর। সূত্রের খবর, রবিবার রাত পর্যন্ত উপনির্বাচনে জোট নিয়ে বাম এবং কংগ্রেস কেউ কারোর সঙ্গে আলোচনা করেনি।অন্যদিকে আই এস এফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, হাড়োয়াতে লড়াই করবে ISF, হাতে এখনও সময় আছে কংগ্রেস আর সিপিএমের দূরত্ব মেটাক। প্রার্থী প্রত্যাহারের সুযোগ আছে। কংগ্রেসের সঙ্গে কথা বলে প্রার্থী দিক।

advertisement

আইএসএফ মাদারিহাট ও তালড্যাংরা নিয়েও ভেবেছিল। কিন্তু সেখান থেকে বৃহত্তর স্বার্থের কথা ভেবে সরে আসে।২০১৬ সালের বিধানসভা নির্বাচন থেকে এ রাজ্যে বাম-কংগ্রেস জোট গড়ে লড়াই শুরু করেছিল। সেবার ৪৪টি আসন বিধানসভায় জয়ী হয় কংগ্রেস। বামেরা জয়ী হয় ৩২টি আসনে। বিরোধী দলনেতা হন কংগ্রেসের আব্দুল মান্নান। তার জোট সঙ্গী ছিলেন তৎকালীন সিপিএমের পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী। যদিও তার পরে আর নির্বাচনী লড়াইয়ে সেভাবে সাফল্য পায়নি বাম- কংগ্রেস জোট৷ ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস এবং আইএসএফ-এর সঙ্গে জোট বেঁধেও শূন্যে নেমে আসে বাম-কংগ্রেস৷বাম কংগ্রেস জোট ভেঙে যাওয়াকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। তাদের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বিরোধীদের নিয়ে ভাবছি না।

advertisement

সামাজিক থেকে ব্যক্তি পেশা সবেতের উন্নয়ন হয়েছে। বাম প্রত্যাখ্যাত হবে। বামেরা তৃতীয় হবে৷ আর কংগ্রেস? নতুন সভাপতি সিপিএমের প্রমোটার, বন্ধু, দালাল তকমা নিতে চাইবেন না৷ কারণ উনি ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছেন৷ ফলে নতুন সভাপতি সিপিএমের বন্ধনীভুক্ত নেতা হবেন না।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Abir Ghosal

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Left and Congress: বাম-কংগ্রেস জোটে ফাটল? তীব্র কটাক্ষ তৃণমূল কংগ্রেসের 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল