বেশ কিছুদিন ধরেই অভিযোগ উঠছিল যে, কলকাতাকে কেন্দ্র বন্য পশুপাখির চোরাচালানকারীরা সক্রিয়। একইসঙ্গে চলছে বাঘের ছাল পাচার। কিন্তু এতদিন পুলিশ-প্রশাসনের নাগালের বাইরেই থেকে গিয়েছিল চোরাচালানকারীরা। অবশেষে শনিবার দুই চোরাচালানকারীকে গ্রেফতার করলেন বন দফতরের আধিকারিকরা। যারফলে খাস কলকাতা থেকে উদ্ধার হল চিতাবাঘের ছাল। প্রায় ২০ লক্ষ টাকায় ছালটি বিক্রি করার চেষ্টা করছিল চোরাচালানকারীরা। সেজন্য হাতিবাগানের বাসিন্দা, বাঘ বিশেষজ্ঞ জয়দীপ কুণ্ডুর দ্বারস্থ হয় তারা। আর তাতেই ঘটে বিপত্তি।
advertisement
কিন্তু চিতাবাঘের ছাল বিক্রি করতে কেন একজন বন্যপ্রাণ শাখার সদস্যের দ্বারস্থ হল পাচারকারীরা? এরমধ্যে ষড়যন্ত্রেণ গন্ধ পাচ্ছেন বন্যপ্রাণ বিশেষজ্ঞ জয়দীপ কুণ্ডু। এই চোরাচালানে আর কেউ যুক্ত কিনা, ধৃতদের জেরা করে তার খোঁজ চালাচ্ছেন বন্যপ্রাণ শাখার আধিকারিকরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 13, 2019 4:58 PM IST