TRENDING:

খাস কলকাতা থেকে উদ্ধার চিতাবাঘের ছাল, ধৃত ২

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: খাস কলকাতা থেকে উদ্ধার হল চিতাবাঘের ছাল। হাতিবাগানের বাসিন্দা, বাঘ বিশেষজ্ঞ জয়দীপ কুণ্ডুর কাছে ছাল বিক্রি করতে গিয়েছিল চোরাচালানকারীরা। সেখানেই ক্রেতা সেজে দুই যুবককে গ্রেফতার করেন বন দফতরের আধিকারিকরা। ধৃতদের কাল ব্যঙ্কশাল আদালতে তোলা হবে।
advertisement

বেশ কিছুদিন ধরেই অভিযোগ উঠছিল যে, কলকাতাকে কেন্দ্র বন্য পশুপাখির চোরাচালানকারীরা সক্রিয়। একইসঙ্গে চলছে বাঘের ছাল পাচার। কিন্তু এতদিন পুলিশ-প্রশাসনের নাগালের বাইরেই থেকে গিয়েছিল চোরাচালানকারীরা। অবশেষে শনিবার দুই চোরাচালানকারীকে গ্রেফতার করলেন বন দফতরের আধিকারিকরা। যারফলে খাস কলকাতা থেকে উদ্ধার হল চিতাবাঘের ছাল। প্রায় ২০ লক্ষ টাকায় ছালটি বিক্রি করার চেষ্টা করছিল চোরাচালানকারীরা। সেজন্য হাতিবাগানের বাসিন্দা, বাঘ বিশেষজ্ঞ জয়দীপ কুণ্ডুর দ্বারস্থ হয় তারা। আর তাতেই ঘটে বিপত্তি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাটির রঙিন খেলনায় ছেয়ে গিয়েছে বাজার, চাহিদা তুঙ্গে! দাম কত জানেন?
আরও দেখুন

কিন্তু চিতাবাঘের ছাল বিক্রি করতে কেন একজন বন্যপ্রাণ শাখার সদস্যের দ্বারস্থ হল পাচারকারীরা? এরমধ্যে ষড়যন্ত্রেণ গন্ধ পাচ্ছেন বন্যপ্রাণ বিশেষজ্ঞ জয়দীপ কুণ্ডু। এই চোরাচালানে আর কেউ যুক্ত কিনা, ধৃতদের জেরা করে তার খোঁজ চালাচ্ছেন বন্যপ্রাণ শাখার আধিকারিকরা।

বাংলা খবর/ খবর/কলকাতা/
খাস কলকাতা থেকে উদ্ধার চিতাবাঘের ছাল, ধৃত ২