TRENDING:

Lata Mangeshkar: অভিনব কায়দায় লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জ্ঞাপন রাজ্যের দাপুটে পুলিশ কর্তার!

Last Updated:

Lata Mangeshkar: পেন-পেন্সিল ছাড়াই লতা মঙ্গেশকরের ছবি এঁকে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন আইপিএস কল্যাণ মুখোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা : লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) প্রয়াণে অভিনব কায়দায় তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন এরাজ্যের দাপুটে আইপিএস আধিকারিক। গানে বা কথায় নয়, কফি দিয়ে এঁকে ফেললেন প্রিয় শিল্পীর ছবি। দিলেন এক অন্যরকম শ্রদ্ধার্ঘ। পেন-পেন্সিল ছাড়াই লতা মঙ্গেশকরের ছবি এঁকে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন আইপিএস (IPS Officer)  কল্যাণ মুখোপাধ্যায় (Kalyan Mukherjee) যিনি বর্তমানে ডিআইজি সিআইডি স্পেশাল।
পুলিশকর্তার অভিনব শ্রদ্ধার্ঘ্য
পুলিশকর্তার অভিনব শ্রদ্ধার্ঘ্য
advertisement

আরও পড়ুন : শিবাজি পার্কে বাজল 'মেরি আওয়াজ হি...'! গান স্যালুটে বিদায় সুরসম্রাজ্ঞীকে

রবিবার সকাল থেকেই দেশের মুখ ভার। গভীর শোকে আচ্ছন্ন সর্বস্তরের মানুষ। স্বজন বিয়োগের বিষন্নতা ছুঁয়ে গিয়েছে দেশবাসীকে। সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন গণমাধ্যম জুড়ে শুধু তাঁরই কথা, স্মৃতিচারণ। তিনি কিংবদন্তি লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। বিরানব্বই বছর বয়সে প্রায় মাসখানেকের লড়াই শেষে আজ প্রয়াত হলেন লতা মঙ্গেশকর। বিভিন্ন স্বনামধন্য সংগীত শিল্পী থেকে সুরকার, গীতিকার সকলেই লতা মঙ্গেশকরের সঙ্গে তাঁদের কাজের স্মৃতি ভাগ করে নিচ্ছেন সোশ্যাল মাধ্যমে। এরই মধ্যে এ রাজ্যের দাপুটে ওই আইপিএস অফিসার কল্যাণ মুখোপাধ্যায় লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) ছবি এঁকে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করেন।

advertisement

আরও পড়ুন : প্রথম আয় মাত্র ২৫ টাকা, কত কোটির সম্পত্তি রেখে গেলেন লতা মঙ্গেশকর?  

ছবি আঁকতে ছোট থেকে ভালোবাসেন কল্যাণবাবু (IPS Officer)। আইপিএস হয়ে একদিকে যেমন শীতলকুচিগুলি কাণ্ড, মঙ্গলকোট বা সাইবার প্রতারণা রোধের মত এই রাজ্যের গুরুত্বপূর্ণ মামলার তদন্তভার সামলাচ্ছেন এই অফিসার। তেমনি ফাঁক পেলেই তিনি ছবি আঁকতে বসে যান। লতা মঙ্গেস্করের (Lata Mangeshkar) হুবহু চিত্রটি কফি দিয়ে নিজের হাতে এঁকেছেন তিনি। দাপুটে গোয়েন্দা কর্তার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই অসংখ্য লাইক, কমেন্ট-এর ঝড় বয়ে যায়।

advertisement

কল্যাণ মুখোপাধ্যায় বলেন, "ছোট থেকে বড় হওয়া লতা মঙ্গেশকরের গান শুনেই। তাই আজ তাঁর প্রয়াণে কফি পেইন্টিং-এর মাধ্যমে আমি তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করার চেষ্টা করলাম। কফি পেইন্টিং আমি শুরু করি ২০০৫ সালে যখন ইউরোপে গিয়েছিলাম তখন থেকেই। তারপর থেকেই বিভিন্ন ধরণের পেইন্টিং করেছি বিভিন্ন সময়ে।"

এর আগেও আইপিএস কল্যাণ মুখোপাধ্যায় পাখির পালকে বিভিন্ন পাখির রূপ চিত্র মাধ্যমে তুলে ধরেছিলেন। এছাড়া নারীর বিভিন্ন রূপ তিনি ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। এছাড়া কবিতা লেখাতেও সময় কাটে এই আইপিএস আধিকারিকের। এটা তাঁর অন্তরের টান বলাই যায়। তবে আজকের দিনে কফি পেইন্টিং মাধ্যমে লতা মঙ্গেশকরের অপূর্ব ছবি এঁকে তিনি সকলকেই একেবারে তাঁক লাগিয়ে দিয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

অর্পিতা হাজরা

বাংলা খবর/ খবর/কলকাতা/
Lata Mangeshkar: অভিনব কায়দায় লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জ্ঞাপন রাজ্যের দাপুটে পুলিশ কর্তার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল