গাড়ির বিষয়ে শৌখিন ছিলেন সংগীতসম্রাজ্ঞী। গাড়ির দুর্দান্ত সংগ্রহ ছিল লতা মঙ্গেশকরের। তাঁর বাড়ি ‘প্রভুকুঞ্জে’র গ্যারাজে ছিল কিছু সেরা এবং স্টাইলিশ গাড়ি। একাধিকবার সাক্ষাৎকারে গাড়ির প্রতি তাঁর ভালবাসার কথা বলেছেন লতা (Lata Mangeshkar Property)। কেরিয়ারের শুরুতে তাঁর ছিল একটি শেভরলে। মায়ের নামে গাড়িটি কিনেছিলেন ইন্দোর থেকে। লতার গ্যারেজে ছিল বুইক এবং ক্রিসলার। পরে যশরাজের তরফে তাঁকে একটি মার্সিডিজ উপহার দেওয়া হয়।
লতা মঙ্গেশকরের গলায় ছিল সাক্ষাৎ সরস্বতীর অধিষ্ঠান। যা তার প্রতিটি গানে অনুভূত হয়েছে। তার গাওয়া এবং চমৎকার কণ্ঠের জাদুতেই অপার খ্যাতি এবং সম্পদ অর্জন করেছিলেন লতা মঙ্গেশকর। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তাঁর মোট সম্পত্তির (Lata Mangeshkar Property) পরিমাণ ৫০ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৩৭০ কোটি টাকা।