TRENDING:

একুশের ভোটের আগে শেষ ২১ জুলাই, প্রথমবার অনলাইনে বক্তব্য মমতার, ভার্চুয়াল অনুষ্ঠানেই হবে শহিদ দিবস পালন

Last Updated:

ভোটের আগে শেষ একুশে জুলাই উদযাপনে ভার্চুয়ালেই ভরসা রাখছে তৃণমূল । নিয়ম মেনে লাখো মানুষের সমাবেশ না করা গেলেও নিয়ম রক্ষায় ত্রুটি রাখছে না তৃণমূল ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: একুশের ভোটের আগে শেষ একুশে জুলাই উদযাপনে ভার্চুয়ালেই ভরসা রাখছে তৃণমূল । নিয়ম মেনে লাখো মানুষের সমাবেশ না করা গেলেও নিয়ম রক্ষায় ত্রুটি রাখছে না তৃণমূল । একুশে জুলাই নিয়ে আয়োজিত ভার্চুয়াল বৈঠকে শুক্রবার ঠিক হয়েছে । একুশে জুলাই পালিত হবে প্রতি বুথে । সামাজিক দূরত্ব মেনে দেওয়া হবে শহিদ বেদীতে মালা ।বুথ ভিত্তিক সভায় সাধ্যমতো উপস্থিত থাকবেন বিধায়ক সংসদরা । দলনেত্রীর ভাষণ শোনাতে জায়ান্ট স্ক্রিন ব্যবহার করা হবে বেশ কিছু জায়গায় ।।
advertisement

একুশে জুলাইকে সামনে রেখে জন সংযোগে জোর দলে ।আগামী ৬ জুলাই থেকে ১৩ জুলাই  প্রতি বুথে বাড়ি বাড়ি যাবেন দলীয় কর্মীরা । হাতে থাকবে প্ল্যাকার্ড । গ্যাস , তেলের দাম বৃদ্ধি নিয়ে প্রতিবাদ স্লোগান লেখা হবে ওই প্ল্যাকার্ডে । এছাড়া রেল বেসরকারিকরণ ও কয়লার ১০০ শতাংশ FDI নিয়েও প্রতিবাদের সুর চড়াতে চলেছে তৃণমূল ৷ এই নিয়ে একগুচ্ছ কর্মসূচী নিয়েছে দল৷

advertisement

৭ জুলাই রেলের বেসরকারিকরণ নিয়ে ৭ জুলাই বিভিন্ন রেলওয়ে স্টেশনে চলবে বিক্ষোভ ৷ ৮ জুলাই চলবে তেলের দাম বৃদ্ধি নিয়ে রয়েছে প্রতিবাদ কর্মসূচি ৷ কয়লা সেক্টর ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগের জন্য খুলে দেওয়ার প্রতিবাদে ৯ জুলাই প্রতিবাদ কর্মসূচি রয়েছে তৃণমূলের ৷ কো-অপারেটিভ ব্যাঙ্কেও হস্তক্ষেপ করছে সরকার, এর প্রতিবাদেও ১০ জুলাই কিছু কর্মসূচি রয়েছে দলের ৷

advertisement

একুশে জুলাইয়ের দিন রাজ্যের প্রতি বুথে দুপুর একটা থেকে দুটো পর্যন্ত শহিদ দিবস পালিত হবে ।দুপুর দুটো থেকে বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী বিধানসভা নির্বাচনের আগে মমতা কি রাজনৈতিক বার্তা দেন সে দিকেই তাকিয়ে তৃণমূল শিবির ।মোদির বিরুদ্ধে বিশেষত এ রাজ্যে বিজেপির বিরুদ্ধে লড়তে দলকে ইতিমধ্যেই সর্বাত্মক প্রস্তুতির ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো ।

advertisement

শুক্রবারের বৈঠকেও বিজেপির " হিংসাত্মক রাজনীতি " র বিরুদ্ধে দলকে সতর্ক করেন মমতা ।বলেন " পঞ্চায়েত থেকে রাজ্য সর্বত্র গোটা দলকে বিজেপির বিরুদ্ধে এক হয়ে লড়তে হবে " । রাজনৈতিক মহলের মতে এই বিজেপির বিরুদ্ধেই এবার একুশের ভার্চুয়াল ভাষণ থেকে সর্বাত্মক লড়াইয়ের ডাক দেবেন মমতা  ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

Sourav Guha

বাংলা খবর/ খবর/কলকাতা/
একুশের ভোটের আগে শেষ ২১ জুলাই, প্রথমবার অনলাইনে বক্তব্য মমতার, ভার্চুয়াল অনুষ্ঠানেই হবে শহিদ দিবস পালন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল