হাওড়ার সালকিয়া দুর্গোৎসব বারোয়ারিতলার এবার প্যান্ডেল হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের আদলে। শুধু তাই নয়, পুজোর পাঁচ দিন রোজ ১০ জন করে দর্শনার্থী মণ্ডপে গেলেই ৫০০ টাকা করে পাবেন।
পঞ্চমী থেকে নবমী পর্যন্ত ১০ জন দর্শনার্থী পাবেন ৫০০ টাকা করে। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, যে কোনও দর্শনার্থীকেই ৫০০ টাকা করে দেওয়া হবে না। রোজ লটারির আয়োজন করা হবে রোজ। লটারিতে যে দশজনের নাম উঠবে, তাঁরা ৫০০ টাকা করে পাবেন।
advertisement
আরও পড়ুন- বড় খবর! জেলায় জেলায় আজ দ্বিতীয় দফায় ৪০০-রও বেশি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প 'লক্ষ্মীর ভাণ্ডার' বেশ জনপ্রিয় হয়েছে বাংলায়। ইতিমধ্যে রাজ্যের বহু মহিলা এই প্রকল্পের আওতায় রয়েছেন। তাঁরা কেউ পাঁচশো, কেউ বা মাসে হাজার টাকা করে পাচ্ছেন।
২১-এর বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো রাজ্য সরকারের তরফে এই প্রকল্পে প্রতি মাসে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। এবার রাজ্য সরকারের প্রকল্প 'লক্ষ্মীর ভাণ্ডার' -এর মতো সালকিয়ার পুজো কমিটিও ৫০০ টাকা করে দেওয়ার ঘোষণা করেছে।
এবার ১৫০ তম বর্ষপূর্তি সালকিয়ার দুর্গোৎসব বারোয়ারিতলার। মণ্ডপে গ্রাম্য চিত্র তুলে ধরা হয়েছে। সাবেকি দুর্গাদালান ও সঙ্গে বাঁশের সেতুর পাশাপাশি মণ্ডপ হচ্ছে অনেকটা পয়সা জমানোর ভাণ্ডারের মতো। আগামীকাল অর্থাৎ বুধবার এই পুজোর উদ্বোধন হবে। রাজ্য সরকারের সমবায়মন্ত্রী অরূপ রায় এই পুজো উদ্বোধন করবেন।