শুক্রবার নিয়ন্ত্রণ হারিয়ে লাদাখের (Ladakh) তুরতুক সেক্টরের শিয়ক নদীতে (Shyok river) পড়ে যায় সেনাবাহিনীর একটি বাস। JK 10 6245 নম্বর ওই বাসে ছিলেন ২৬ জন জওয়ান। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭ জওয়ান, গুরুতর আহত ১৯ জন। সেনা সূত্রে জানা গিয়েছে, আহত ১৯ জন জওয়ানকে এয়ারলিফট করে ওয়েস্টার্ন কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
advertisement
জানা যায়, নুবরা থেকে তুরতুক যাচ্ছিল বাসটি, চালাচ্ছিলেন আহমেদ শাহ নামে চাঙ্গমারের এক জওয়ান। পাড়াথাং-এর কাছে লারগিয়াবে আচমকাই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি ৮০-৯০ ফিট নীচে বয়ে যাওয়া শিয়ক নদীর খাড়াই উপত্যকায় গিয়ে পড়ে। দ্রুত উদ্ধারকাজ শুরু করেন লেহ পুলিশ, সহযোগিতা করে সেনা ও স্থানীয়রা। নুবরা পুলিশ থানায় ভারতীয় দণ্ডবিধির 10/2022 U/S 279, 337, 304A ধারায় এফআইআর দায়ের হয়েছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 27, 2022 6:35 PM IST