কুণাল ঘোষের কথায়, “এরপর ভিডিও ফুটেজ দিতে হবে। স্পষ্ট ভিডিও ফুটেজ আছে। NIA দলদাসের কাজ করেছে। এসপি-র বাড়িতে বিজেপি নেতা গিয়েছে। বাড়ি গিয়ে ধরপাকড়ের পরিকল্পনা করেছে। NIA ডিজিকে বলতে চাই। দল যা যা পদক্ষেপ নেওয়ার নেবে। ধনরাম সিংকে সরিয়ে দিন। তাঁকে বাংলার তদন্তের সব পদ থেকে সরান। আমরা সব নথি দেখিয়েছি। আইনি চিঠি দিলে আমরা ভিডিও ফুটেজ বার করে দেব। জিতেন্দ্র তিওয়ারি আর ধনরাম সিং সবটা জানে।”
advertisement
তৃণমূলের আরও দাবি, “বিজেপির সংগঠন নেই। তাই এজেন্সি ব্যবহার হচ্ছে। এমপি থেকে বুথ স্তরের সংগঠক তাদের সরাতে চাইছে। ওরা ফাঁকা মাঠে একা একা খেলতে চাইছে। ২০২১ সালের মামলায় তাই আবার সিবিআই ডেকে পাঠিয়েছে ৩০ জনকে। তাই এলাকা ফাঁকা করতে, এই সব করাচ্ছে। পূর্ব মেদিনীপুর শুধু নয়, NIA সূত্রে খবর আছে আমাদের কাছে, আরও একাধিক জেলায় গ্রেফতারের পরিকল্পনা করা হয়েছে একাধিক নেতাকে। ২০২১ সালের মাামলায় ২০২৪ সালে নোটিশ। কাপুরুষ অধিকারী প্রাইভেট লিমিটেড এই সব করাচ্ছে।
কুণাল ঘোষ আরও বলেন, “ভূপতিনগর গ্রেফতারি হল চক্রান্ত। আগে NIA এসপিকে গ্রেফতার কেন করা হচ্ছে না? নাড়ুয়াভিলা গ্রামে আমি গেয়েছিলাম। গ্রেফতারির সময় তাঁর স্ত্রীর সঙ্গে কুৎসিত ব্যবহার করা হয়েছে। তাঁর বাবাকে মেরেছে। তাঁর ছোট ছেলেকে নিয়ে গিয়েছে বাবার সঙ্গে। তাই মা বোনেরা প্রতিবাদ করছেন।”