আরও পড়ুন– সাগরে নিম্নচাপ অঞ্চল, ভারী বৃষ্টি দক্ষিণের কয়েক জেলায়, বর্ষণের পূর্বাভাস উত্তরবঙ্গেও
কুণাল ঘোষ, দিলীপ ঘোষের পাশাপাশি অনির্বাণের কথা ও সুরের নিশানায় শতরূপ ঘোষও। যদিও কুণাল ঘোষের গলায় গায়কের সম্পর্কে প্রশংসাই শোনা গিয়েছে। ফেডারেশনের বিরুদ্ধে আদালতে মামলা করে সিনে দুনিয়ায় কোণঠাসা অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য । অভিনেতা সেটে এসে কোনও টেকনিশিয়ান আসবেন না তাই অভিনয় ও পরিচালনা থেকে খানিক দূরত্ব তৈরি হয়েছে অনির্বাণের। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তিনি। সৌজন্যে তাঁর গানের দল ‘হুলি গান ইজম’। কিছুদিন আগেই তাঁদের মেলার গান ছড়িয়েছিল ঝড়ের গতিতে। এবার এক কনসার্ট থেকে ভাইরাল অনির্বাণের গান। যে গানে তাঁর কটাক্ষের নিশানায় বাংলা রাজনীতির তিন ‘ঘোষ’- দিলীপ, কুণাল এবং শতরূপ ঘোষ ।
advertisement
এই গান নিয়ে কুণাল ঘোষের মন্তব্য, ‘‘আমাকে অনেকে জিজ্ঞাসা করছেন অনির্বাণ ভট্টাচার্য তাঁর এই সর্বশেষ গানটিতে রাজনৈতিক নেতাদের নাম একটু তির্যক, একটু টিপ্পনী -সহ ব্যবহার করেছেন, সেটা কেমন লাগল? আর দুই হচ্ছে, আমি যেহেতু ভালই লেগেছে বলে পোস্ট করেছি, আমি কেন এটাকে ভালো বললাম? দেখুন অনির্বাণ ভট্টাচার্য তিনি অভিনেতা। তাঁর মঞ্চ অভিনয়, পর্দার অভিনয় আমি দেখেছি। কিন্তু এই গানটি সব মিলিয়ে ওঁদের যা পরিবেশনা তা দেখে আমার ভালই লাগছিল।’’
আরও পড়ুন– টুথব্রাশ কত দিন অন্তর বদলানো উচিত? ৩ মাসের নিয়ম নিয়ে যা বলছেন বিশেষজ্ঞরা…
কুণাল ঘোষ এদিন আরও বলেন, ‘‘অনির্বাণ যদি রাজনীতি ও সমকালীন ইস্যুকে গানে আনেন, সেক্ষেত্রে তিনি আনতেই পারেন। সেখানে আমার নাম রয়েছে। একটু তির্যক কিছু বিষয় রয়েছে। এই মজাটা তো নিতে হবে। দেখতে হবে ইস্যু তোলা, মজা, সেটা একটা জিনিস, আর ইচ্ছাকৃত ভাবে কেউ কাউকে অপমান করছে কিনা সেটা আর একটা জিনিস। আমার মনে হয়েছে অনির্বাণ ভট্টাচার্য ও তাঁর সহ শিল্পীরা যা করেছেন তার মধ্যে কোনও ইচ্ছাকৃত অপমানের উদ্দেশ্য নেই। তাহলে আমি খোলা মনে তাঁর চেষ্টাটাকে গ্রহণ করব না কেন? এই মজাটা নেওয়ার মানসিকতা কুণাল ঘোষের আছে।’’