ওই চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করে কুণাল ঘোষ দাবি করেন, “সিপিএমের উকিলরা সম্পূর্ণ চক্রান্ত করে এনাদের ও এনাদের পরিবারকে বিপদে ফেলেছেন। বারবার এদের আদালতে ছুটতে হচ্ছে। প্রতিদিন একের পর এক জিনিষ এসে সম্মুখীন হচ্ছে আদালতে”। চাকরিপ্রার্থীদের একজন রাজু দাস। তিনি বলেন, “গতকাল ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হলাম। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের থেকে ২৭ লক্ষ টাকা নিয়েছিল। আমাদেরকে গতকাল মারধর করা হয়েছে। উকিল না গুন্ডা তা বোঝা যাচ্ছে না”।
advertisement
অন্য এক চাকরিপ্রার্থী, শিবানী প্রতিহার বলেন, “২০১৯ সালে যেটা লড়েছিলেন সেটা ঠিক ছিল না ভুল? আজকে যেটা হচ্ছে সেটা ঠিক না ভুল? আমাদের থেকে টাকা নিলেন। আর আজকে আমাদের বিরুদ্ধে লড়াই করছেন। বিচারপতির কাছে অনুরোধ মানবিক হন আমাদের প্রতি”।
শুক্রবারের বিক্ষোভে ছিলেন চাকরিপ্রার্থী দেবাঞ্জন নাগও। তিনি বিকাশরঞ্জনের পাশাপাশি ফিরদৌস শামিমের বিরুদ্ধেও অভিযোগ তোলেন। তাঁর দাবি, “বিকাশবাবু আমাদের মঞ্চে এসে আশ্বাস দিয়েছিলেন। আমাদের নৈতিক জয় বলেছিলেন। ফিরদৌস শামিম হাইকোর্টের অনুমতি নিয়ে আমাদের ধর্ণায় বসালেন। আমরা কাজের সুপারিশ পেয়েছিলাম। আর এখন দু-মুখো সাপের আচরণ করছেন। সুদ সহ টাকা ফেরত দিতে হবে”।