নিয়োগ দুর্নীতি কাণ্ডে সম্প্রতি নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশ মতো এদিন তেহট্টে তৃণমূল বিধায়কের বাড়িতে হানা দেয় সিবিআই। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। এদিন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বিষয়টি নিয়ে বলেন, "তাপস সাহা নিয়ে কোনও মন্তব্য নয়। যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি তাঁর আইনজীবীর মাধ্যমে আইনি লড়াই লড়ুন। আর ওনার লঘু কথা বলার অধিকার নেই।"
advertisement
কুণাল বলেন, "রাজ্য সরকার চাকরি দিতে চায়৷ মুখ্যমন্ত্রী চাকরি দিতে চায়। কিন্তু এখানে মিলিত রাজনৈতিক শক্তি, আদালতে গিয়ে মামলা করে চাকরি আটকাচ্ছে। ডিএ নিয়ে দাবি হতেই পারে। তবে বাস্তব পরিস্থিতি বুঝতে হবে৷ প্রশাসন আলাদা করে দেখছে।"
আরও পড়ুন, উধাও রোদ, শহরজুড়ে মেঘলা আকাশ! কখন নামবে বৃষ্টি, জানুন আবহাওয়ার আপডেট
আরও পড়ুন, আরও এক তৃণমূল বিধায়কের বাড়িতে CBI হানা! মারাত্মক অভিযোগ তাপস সাহার বিরুদ্ধে
তিনি আরও জানান, "রাজনৈতিক পর্যটকরা আবার আসছেন। অনেক মৃতদেহ দেখে রাজনীতি করবে। এরা উত্তরপ্রদেশ যায় না। কিন্তু এখানে তদন্ত হবার আগেই চলে আসে।"