এ দিনই রাজীব কুমারের নাম রাজ্য পুলিশের নতুন ডিজি হিসেবে ঘোষণা করেছে নবান্ন৷ এই খবর শুনেই কুণাল ঘোষের প্রতিক্রিয়া, ‘রাজীব কুমার অত্যন্ত দক্ষ একজন অফিসার৷ মাঝে আমার সঙ্গে কিছু কারণে তাঁর দূরত্ব তৈরি হয়েছিল৷ তিনি রাজ্য পুলিশের ডিজি হয়েছেন, এটা অত্যন্ত ভাল খবর৷ ভাল ভাবে কাজ করুন৷’
আরও পড়ুন: রাজ্য পুলিশের নতুন ডিজি রাজীব কুমার! ফের গুরুদায়িত্বে মমতার আস্থাভাজন আইপিএস
advertisement
এর পরেই কিছুটা অভিমানের সুরেই কুণালকে বলতে শোনা যায়, ‘শুধু একটা কথাই ওনাকে বলব, কারও নির্দেশে আমার মতো কোনও নির্দোষকে বলি দিতে যাবেন না৷ তাহলে তার পরের দিনগুলি ভগবান ভাল দেন না৷’
সারদা মামলায় কুণালকে যেমন দীর্ঘদিন জেলবন্দি থাকতে হয়েছিল, সেরকমই রাজীব কুমারকেও এই মামলায় শিলংয়ে জিজ্ঞাসাবদ করেছিল সিবিআই৷ তির্যক মন্তব্যে কুণাল সেদিকেই ইঙ্গিত করলেন বলে মনে করা হচ্ছে৷
রাজীব কুমার সারদা মামলায় রাজ্য সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দল বা সিটের-ও প্রধান ছিলেন৷ সারদা মামলায় গ্রেফতারির পর কুণালের রাজনৈতিক জীবনে যেমন ছেদ পড়েছিল, তেমনই তার কয়েক বছর পর ওই মামলার তদন্তেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের পর রাজীবকেও পুলিশের শীর্ষ পদ থেকে সরিয়ে তথ্যপ্রযুক্তি এবং ইলেক্ট্রনিক্স দফতরের প্রধান সচিবের পদে বসায় রাজ্য সরকার৷
তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল যাবতীয় দূরত্ব কাটিয়ে অনেক দিনই শাসক দলের গুরুত্বপূর্ণ পদে ফিরেছেন৷ এবার রাজ্য পুলিশের শীর্ষ পদে ফিরলেন রাজীব কুমার৷ তাতেই যেন কিছুটা অভিমানী সুর কুণালের গলায়৷
তবে কুণালের এই মন্তব্যকে হাতিয়ার করতে ছাড়েনি বিরোধীরা৷ সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য বলেন, ‘কুণাল ঘরপোড়া গরু, তিনি সিঁদুরে মেঘ দেখেছেন৷’ প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচের প্রশ্ন, ‘কার নির্দেশে তাঁকে গ্রেফতার করেছিলেন রাজীব কুমার, তা স্পষ্ট করুন কুণাল৷’