TRENDING:

Kunal Ghosh Dilip Ghosh: 'সাস ভি কভি বহু থি...', দিলীপকে 'বিরাট' চ্যালেঞ্জ কুণালের! বিস্ফোরক অভিযোগ বিজেপির বিরুদ্ধে

Last Updated:

Kunal Ghosh Dilip Ghosh: কুণালের বক্তব্য, "দিলীপ ঘোষ মানসিক অবসাদে ভুগছেন৷ তার অধিকার নেই কলকাতার মানুষকে অপমান করার। যেই এলাকাতে বিজেপি হারবে সেখানের মানুষের অপমান করার অধিকার নেই।"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: 'সাস ভি কভি বহু থি, দিলীপ দা ভি কভি প্রেসিডেন্ট থা', নতুন সিরিয়াল চলছে বঙ্গ বিজেপির অন্দরে। দিলীপ ঘোষকে কটাক্ষ করে বললেন কুণাল ঘোষ। গতকাল ছিল রাজ্য বিজেপির বৈঠক। কিন্তু এই বৈঠকের পরেই বৈঠকে দিলীপ ঘোষের অনুপস্থিতি নিয়ে শুরু হয়ে যায় জল্পনা। বিভিন্ন মহলে চর্চায় উঠে আসে এই প্রশ্ন, কেন বঙ্গ বিজেপির বৈঠকে থাকেননি খোদ দিলীপ ঘোষ? দিলীপ ঘোষ অবশ্য সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন।
দিলীপকে চ্যালেঞ্জ ছুড়লেন কুণাল
দিলীপকে চ্যালেঞ্জ ছুড়লেন কুণাল
advertisement

এদিকে, এই প্রসঙ্গে প্রতিক্রিয়ায় তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "আসলে যে সান্তনা পুরষ্কারের কথা বলছেন দিলীপ দা, তা তৃণমূলকে বলছেন না। উনি বলছেন নিজের দলের সদস্যদের৷ কলকাতার মানুষকে অপমান করে চলেছেন। কলকাতার মানুষ সচেতন। কলকাতা রাজ্যের প্রাণকেন্দ্র। রাজধানী হওয়ার ক্ষমতা রাখে। সেখানে অপমান করা। মানুষ বিজেপির দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন। মানুষ সেই কারণেই পরাজিত করছেন বিজেপিকে। খোলা চ্যালেঞ্জ দিলাম। জামানত জব্দ করে দেখাব।"

advertisement

আরও পড়ুন: বগটুই কাণ্ডে গ্রেফতার আরও ৭! বীরভূম জুড়ে তুমুল ধরপাকড়ে সিবিআই

কুণালের বক্তব্য, "দিলীপ ঘোষ মানসিক অবসাদে ভুগছেন৷ তার অধিকার নেই কলকাতার মানুষকে অপমান করার। যেই এলাকাতে বিজেপি হারবে সেখানের মানুষের অপমান করার অধিকার নেই।" চাঁচাছোলা ভাষায় এরপর কুণাল বলেন, "শুনলাম ওনাকে তো কাল মিটিংয়ে ঢুকতেই দেয়নি। সাস ভি কভি বহু থি, দিলীপ ভি কাভি প্রেসিডেন্ট থা। আপনি চ্যালেঞ্জ নিন৷ কলকাতার বুকে ভোটে দাঁড়িয়ে দেখান। প্রার্থী হন। দেখিয়ে দেব ভোটে৷"

advertisement

আরও পড়ুন: সিবিআই হানা দিতেই 'সাহসী'? রাইস মিলের 'নোংরামি' নিয়ে আচমকা সরব 'শিব শম্ভু' গাড়িচালক!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অন্যদিকে বিস্ফোরক অভিযোগ কুণালের। তিনি বলেন, "কেন্দ্রীয় বাহিনীকে বিজেপি অনুরোধ করেছে সিভিলে থাকতে। যাতে তারা সিভিল পোশাকে হেঁটে মিছিলে যায়। আগে ভোটে কেন্দ্রীয় বাহিনী চাইত। এখন মিছিলে লোক ভরাতে কেন্দ্রীয় বাহিনী চাইছে।"

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kunal Ghosh Dilip Ghosh: 'সাস ভি কভি বহু থি...', দিলীপকে 'বিরাট' চ্যালেঞ্জ কুণালের! বিস্ফোরক অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল