এদিকে, এই প্রসঙ্গে প্রতিক্রিয়ায় তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "আসলে যে সান্তনা পুরষ্কারের কথা বলছেন দিলীপ দা, তা তৃণমূলকে বলছেন না। উনি বলছেন নিজের দলের সদস্যদের৷ কলকাতার মানুষকে অপমান করে চলেছেন। কলকাতার মানুষ সচেতন। কলকাতা রাজ্যের প্রাণকেন্দ্র। রাজধানী হওয়ার ক্ষমতা রাখে। সেখানে অপমান করা। মানুষ বিজেপির দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন। মানুষ সেই কারণেই পরাজিত করছেন বিজেপিকে। খোলা চ্যালেঞ্জ দিলাম। জামানত জব্দ করে দেখাব।"
advertisement
আরও পড়ুন: বগটুই কাণ্ডে গ্রেফতার আরও ৭! বীরভূম জুড়ে তুমুল ধরপাকড়ে সিবিআই
কুণালের বক্তব্য, "দিলীপ ঘোষ মানসিক অবসাদে ভুগছেন৷ তার অধিকার নেই কলকাতার মানুষকে অপমান করার। যেই এলাকাতে বিজেপি হারবে সেখানের মানুষের অপমান করার অধিকার নেই।" চাঁচাছোলা ভাষায় এরপর কুণাল বলেন, "শুনলাম ওনাকে তো কাল মিটিংয়ে ঢুকতেই দেয়নি। সাস ভি কভি বহু থি, দিলীপ ভি কাভি প্রেসিডেন্ট থা। আপনি চ্যালেঞ্জ নিন৷ কলকাতার বুকে ভোটে দাঁড়িয়ে দেখান। প্রার্থী হন। দেখিয়ে দেব ভোটে৷"
আরও পড়ুন: সিবিআই হানা দিতেই 'সাহসী'? রাইস মিলের 'নোংরামি' নিয়ে আচমকা সরব 'শিব শম্ভু' গাড়িচালক!
অন্যদিকে বিস্ফোরক অভিযোগ কুণালের। তিনি বলেন, "কেন্দ্রীয় বাহিনীকে বিজেপি অনুরোধ করেছে সিভিলে থাকতে। যাতে তারা সিভিল পোশাকে হেঁটে মিছিলে যায়। আগে ভোটে কেন্দ্রীয় বাহিনী চাইত। এখন মিছিলে লোক ভরাতে কেন্দ্রীয় বাহিনী চাইছে।"