কুণাল ঘোষ বলেন, "আমরা লক্ষ্য করেছি অভিযোগের ছুতো দিয়ে তৃণমূলকে কুৎসা করা হচ্ছে। কেন্দ্রীয় এজেন্সির ক্রেডিবিলিটি নষ্ট করে দিচ্ছেন বিজেপি নেতারা। চাপ তৈরি করছে। নিরপেক্ষ তদন্ত করা হোক। একেবারে পক্ষপাত দুষ্ট ভূমিকা হলে আমাদের প্রতিবাদ হবে৷ নারদ কেসে এর আগে তৃণমূলের নেতা-মন্ত্রী গ্রেফতার হয়েছে। যদিও এফআইআরে নাম থাকা সত্ত্বেও শুভেন্দুর বাড়িতে যায়নি।"
advertisement
আরও পড়ুন, হিমাচলে বিশ্বের উচ্চতম বুথ, ভোট দিলেন ৫২ জনের মধ্যে ৫১ জনই
কুণাল ঘোষের অভিযোগ, "এখন নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রসন্ন রায়ের বাড়ি থেকে দিলীপ ঘোষের বাড়ির দলিল উদ্ধার হয়েছে। সিবিআই এই নথি উদ্ধার হয়েছে। সিবিআই প্রথমে গোপন করল। সিজার লিস্ট জমা দেওয়া হয়নি প্রথমে। আইনজীবীদের তরফে দাবি ওঠায় দেওয়া হয়। দিলীপ ঘোষের বাড়ির দলিল কী করে নিয়োগ কাণ্ডে দুর্নীতিতে ধৃতের বাড়িতে যায়? আমাদের স্পষ্ট দাবি, দিলীপ ঘোষকে গ্রেফতার করতে হবে।"
আরও পড়ুন, ছাত্রপিছু থাকত মোটা টাকার টার্গেট, জ্যাম করা হত সার্ভার! মনে করছে ইডি
তিনি আরও বলেন, "কথায় কথায় নোটিশ যায় তৃণমূলের নেতাদের কাছে। লিংকম্যান হিসাবে অনেকের নাম বলা হয়। তাহলে সিবিআই কেন নথি গোপন করল? প্রসন্ন রায়ের বাড়িতে, দিলীপ ঘোষের সম্পত্তির দলিল কেন? বিজেপির লোকেদের আরও তথ্য-প্রমাণ কেন্দ্রীয় এজেন্সি পাচ্ছেন। এবার তো আর তাঁরা সেগুলো সামনে আনবেন না। দিলীপ-প্রসন্নর আঁতাত, সেতুবন্ধন আছে। এটা কাস্টডিতে নিয়ে জেরা করতে হবে।"