এর আগে অভিষেক বন্দোপাধ্যায়ও তাঁর সফরে অভিযোগ করেছিলেন 'বাইক বাহিনীর' বিরুদ্ধে। বিভিন্ন জায়গায় বাইক বাহিনী মানুষকে ভয় দেখাচ্ছে বলে অভিযোগ ছিল তাঁর।
এদিন কুণালও একই সুরে অভিযোগ আনলেন। ট্যুইটটিতে তিনি লিখেছেন, "ত্রিপুরায় যতক্ষণ ছিলাম, যেখানেই যাই, একটু দূরত্ব রেখে অনুসরণ করে গেল বাইকবাহিনী। ওখানে গ্রামে তাণ্ডবের কথা শুনেছি। শহরেও নজরদারি। পিছনে থাকছে। ফোনে জানাচ্ছে কাউকে। আমার পেছনে এত সময় দেওয়ার জন্য ছেলেগুলির কত কষ্ট হল। আহা রে! ধন্যবাদ বিজেপি। আবার যাব ত্রিপুরায়"
advertisement
উল্লেখ্য গত কালই তিনি ফিরেছেন ত্রিপুরা থেকে। ত্রিপুরায় সংগঠনের শক্তি বাড়াতে আদাজল খেয়ে নেমেছে তৃণমূল। দলের পাখির চোখ ২০২৩ নির্বাচন। ত্রিপুরার ভালো ফল করে দিল্লিকে লোকসভা ভোটের আগেই একটা ধাক্কা দিতে চাইছে তৃণমূল । সেই কারণেই মাঠে নেমে মরিয়া লড়াই দিচ্ছেন নেতারা। সপ্তাহ দুয়েক পর ফের ত্রিপুরা যাওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কুণাল তাঁর আগে গিয়ে বেশ কয়েকটি সেতুবন্ধনের কাজ করেছেন বলেই ধারণা রাজনৈতিক মহলের। তিনি কথা বলেছেন বাম নেতা অজয় বিশ্বাস, প্রদ্যোত কিশোর মানিক্যর সঙ্গেও। এই কথাবার্তার ফল শীঘ্রই ফলতে চলেছে বলে অনুমান রাজনৈতিক পর্যবেক্ষকদের।
