TRENDING:

বাড়ির পুজোয় ব্যস্ত কোয়েল মল্লিক, কাঁসর হাতে দেখা গেল রঞ্জিত মল্লিককে

Last Updated:

সপ্তমীর সকালে বাড়ির পুজোয় ব্যস্ত কোয়েল মল্লিক। কাঁসর হাতে দুর্গা মণ্ডপে দেখা গেল রঞ্জিত মল্লিককে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সপ্তমীর সকালে বাড়ির পুজোয় ব্যস্ত কোয়েল মল্লিক। কাঁসর হাতে দুর্গা মণ্ডপে দেখা গেল রঞ্জিত মল্লিককে। মল্লিক বাড়ির পুজোয় সামিল হলেন জামাই নিসপাল সিংও। বাড়ির সদস্যদের সঙ্গে পুজোয় মাতলেন তারকা দম্পতি।
advertisement

আরতির সময় বাবা কাসর বাজালেন। মেয়ে প্রদীপ নিয়ে এগিয়ে গেলেন পরিবারের সব সদস্যদের কাছে। সপ্তমীর সকালে উ‍ৎসবের মেজাজে কোয়েল ও রঞ্জিত মল্লিক। প্রতিবারের মতো এবারও বাড়ির পুজোয় সামিল হলেন কোয়েল। সারা বছর ব্যস্ত থাকলেও, বাড়ির পুজো মিস করেন না তিনি।

স্ত্রী, মেয়ে, জামাই নিয়ে সপরিবারে বাড়ির পুজোয় যোগ দিলেন রঞ্জিত মল্লিক। পুজোর প্রস্তুতিতে আজও তিনি সমানভাবে সক্রিয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

বছরভর ব্যস্ত থাকলেও, শ্বশুরবাড়ি পুজো মিস করেন না কোয়েলের স্বামী নিসপাল সিং। সপ্তমীর সকালে মল্লিক বাড়িতে হাজির সেলিব্রিটি জামাই। বিরানব্বই বছরে পা দিল মল্লিক বাড়ির পুজো। কাজের সূত্রে সারা বছর ছড়িয়ে ছিটিয়ে থাকলেও, পুজোর সময় বাড়ির অধিকাংশ সদস্য চলে আসেন। ব্যস্ততা ভুলে সবাই পুজোর আনন্দে মেতে ওঠেন।

বাংলা খবর/ খবর/কলকাতা/
বাড়ির পুজোয় ব্যস্ত কোয়েল মল্লিক, কাঁসর হাতে দেখা গেল রঞ্জিত মল্লিককে