TRENDING:

কলকাতার প্যাডম্যান: ২১ বছরের কলেজ পড়ুয়ার উদ্যোগে সুলভ শৌচালয়ে স্যানিটারি ন্যাপকিন

Last Updated:

আসুতোষ কলেজের ভূগোলে ছাত্র শোভন চট্টোপাধ্যায় ৷ তবে এখন কলকাতার প্যাডম্যান বলাই চলে তাঁকে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আসুতোষ কলেজের ভূগোলে ছাত্র শোভন মুখোপাধ্যায় ৷ তবে এখন কলকাতার প্যাডম্যান বলাই চলে তাঁকে ৷ একদিকে যখন বক্স অফিসে প্যাডম্যান হয়ে ঝড় তুলছেন খিলাড়ি কুমার অক্ষয় ! শোভন কিন্তু ২০১৭ সাল থেকেই লড়ে যাচ্ছেন প্যাড নিয়ে ৷ আর শুধুই কী লড়াই? কলকাতার পাবলিক টয়লেটে টয়লেটে নিজেই তৈরি করে ফেলেছেন ভেন্ডিং মেশিন ! শোভনের এই প্রকল্পের নাম ‘প্রোজেক্ট প্যাডম্যান’ !
advertisement

শোভন জানিয়েছেন, ‘আমার একটাই লক্ষ্য ঋতুস্রাব, স্যানিটারি প্যাড নিয়ে মানুষের মনে যেধরণের কু-সংস্কার, ভুল তথ্য রয়েছে তা দূর করা ৷ আর বিশেষ করে মহিলাদের স্বাস্থ্য সচেতন করে তোলার জন্য এই পদক্ষেপ নেওয়া’ ৷

ডিলারদের থেকে মাত্র ২ টাকায় প্রত্যেকটি প্যাড কিনে নিজেই দক্ষিণ কলকাতার টয়লেটে প্যাড রাখার ব্যবস্থা করেন শোভন ৷ তবে পরের দিকে সেই প্যাডগুলোর অপব্যবহার হওয়ায়, সামান্য পয়সায় সেই প্যাডের ব্যবহারের সিদ্ধান্ত নেন শোভন৷ বন্ধুর সাহায্য নিয়ে কাগজের বাক্স দিয়ে তৈরি করেন স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন ৷ শোভন সাহায্য পান কলকাতার বেশ কয়েকজন ফিল্ম পরিচালক, কলেজ পড়ুয়া ও কর্মরত ব্যক্তিদের ৷

advertisement

শোভন জানিয়েছেন, ‘আমার এক বন্ধুর হঠাৎই প্রয়োজন হয়ে পড়েছিল স্যানিটারি ন্যাপকিনের ৷ কিন্তু সেই সময় কী করে তাঁকে সাহায্য করব বুঝতে পারিনি ৷ সেই ঘটনা থেকেই মাথায় আসে, এই ধরণের পদক্ষেপ নেওয়ার ৷’

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এখনও পর্যন্ত প্রায় ৩০০০ টাকা খরচ করে ফেলেছেন শোভন ১০টি টয়লেটে স্যানিটারি ন্যাপকিনের জোগান দিতে ৷ শোভন চান, তাঁর এ প্রকল্পে যেন এগিয়ে আসে সবাই ৷ মাত্র ১০০ টাকা করে অনুদান করলেই, হয়তো শুধু কলকাতার দক্ষিণে নয়, গোটা শহরেই ছড়িয়ে পড়বে শোভনের স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন !

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতার প্যাডম্যান: ২১ বছরের কলেজ পড়ুয়ার উদ্যোগে সুলভ শৌচালয়ে স্যানিটারি ন্যাপকিন