সার্জিক্যাল স্ট্রাইকের পর, প্রথম থেকেই তা অস্বীকার করে আসছে পাকিস্তান। এমনকি আন্তর্জাতিক মহলের সামনেও বারবার একই কথা তুলেছে। প্রথমে জঙ্গি ঘাঁটি ধ্বংস করা নিয়ে একতা দেখিয়েছিল কংগ্রেস সহ বিরোধী দলগুলি। যদিও পরে সুরবদল করে প্রমাণ চেয়ে বসেছে তারা। তার জেরেই সার্জিক্যাল স্ট্রাইকের ভিডিও প্রকাশ নিয়ে জল্পনা দেখা দিয়েছে।
সার্জিক্যাল স্ট্রাইকের ভিডিও প্রকাশ্যে নিয়ে আসার জন্য বিরোধীদের চাপ বেড়ে চলেছে ৷ সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রমাণ চেয়েছে বিরোধীরা ৷ এই বিষয়ে ও নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক হয় ৷ বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রথম শ্রেণির মন্ত্রীরা ৷
advertisement
কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত সেপ্টম্বর মাসে হওয়া সার্জিক্যাল অ্যাটাকের ভিডিয়ো প্রকাশ করার একদম পক্ষপাতী নয় ৷ উরি হামলার জবাবে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানে সার্জিক্যাল অ্যাটাক চালিয়েছে ভারত ৷ গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গি ঘাঁটি, লঞ্চ প্যাড ৷ ভারতীয় সেনার হাতে নিকেশ বহু জঙ্গি ৷