উল্লেখযোগ্যভাবে অন্যদিনের থেকে এদিন অনলাইনে বেশি অভিযোগ জমা পড়ছে ৷ নির্বাচন কমিশনে ফ্যাক্স এবং অনলাইনের মাধ্যমে অভিযোগ জমা পড়ে ৷ তৃতীয় দফায় সন্ধে ৬টা পর্যন্ত অভিযোগের সংখ্যা ছিল ২৭৭৭ ৷
নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটে অশান্তির অভিযোগে উত্তর ২৪ পরগনা থেকে গ্রেফতার করা হয়েছে ১৭ জনকে ৷ অন্যদিকে, বারাকপুরের সিপি নীরজ কুমার সিং জানিয়েছেন, অশান্তি ছড়ানোর অভিযোগে বারাকপুরে পুলিশ কমিশনারেট থেকে ১৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে ৷ নিউটাউন থেকে ছাপ্পাভোট দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন ১৪ জন ৷
advertisement
২৫ এপ্রিল রাজ্যের দুটি জেলার ৪৯টি আসনে চলছে চতুর্থ দফার ভোট। ভোটগ্রহণ চলবে হাওড়ার ১৬টি এবং উত্তর চব্বিশ পরগনার ৩৩টি আসনে। দুই জেলায় মোট প্রার্থীর সংখ্যা ৩৪৫। এর মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা ৪০। ভোটদাতা ১ কোটি ৮ লক্ষ ১৭ হাজার। চতুর্থ দফার ভোটযুদ্ধ নির্বিঘ্নে সম্পন্ন করতে জোরদার নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন।
সোমবার দুটি জেলায় অমিত মিত্র, মদন মিত্র, অরুনাভ ঘোষ, অসীম দাশগুপ্ত, ব্রাত্যবসু, সন্তোষ পাঠক, নেপালদেব ভট্টাচার্য জ্যোতিপ্রিয় মল্লিকের মতো হেভিওয়েটের পাশাপাশি ভাগ্য নির্ধারণ হতে চলেছে রূপা গঙ্গোপাধ্যায়, বৈশালি ডালমিয়া, লক্ষ্মীরতন শুক্লার মতো সেলিব্রিটি প্রার্থীদেরও ৷