শিক্ষকের মাথায় পিস্তল, ফিরল কি সত্তরের দশক
তিনি ভোটে দাঁড়ালে ঘেঁটে যেতে পারে অঙ্ক। তাই কলেজের স্টাফরুমে ঢুকে অঙ্কের শিক্ষকের মাথায় পিস্তল ধরল কিছু যুবক। এ রাজ্যের শিক্ষাঙ্গনে রাজনীতির নামে অসভ্যতা, এমনকী শিক্ষক নিগ্রহও অপরিচিত নয়। দিনরাত টানা ঘেরাও করে রেখে অধ্যক্ষ এবং শিক্ষকদের হেনস্থা, মারধর তো বটেই। কামাই করায় কেশপুরে শিক্ষিকার জবাবদিহি চেয়ে হাত ধরে টানাটানি, মোবাইল ছুড়ে ফেলে দেওয়া তো এই গত বুধবারের ঘটনা।
advertisement
বাচ্চাগুলোকে নামালাম, আর আমিই অপরাধী!
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের আগুনের পিছনে ‘অন্তর্ঘাত’ আছে কি না খুঁজতে শনিবার সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সোমবার বিধানসভায় তিনি বলেই দিলেন, ‘‘আমি রাজনীতি ভালবাসি। কিন্তু বিধ্বংসী রাজনীতি পছন্দ করি না। কিছু করতে পারছি না বলে আগুন লাগিয়ে দেব, এটা ঠিক নয়। কোথাও আগুন লাগানো একটা রাজনৈতিক দলের কাজ নয়।’
উঠল কার্ফু, হুরিয়তের সঙ্গে কথা নিয়ে সংশয়
অবশেষে স্বস্তি। ৫২ দিনের মাথায় কার্ফু উঠে গেল কাশ্মীরের অধিকাংশ এলাকা থেকে। তবে নিরাপত্তার কারণে ১৪৪ ধারা ও সামান্য কিছু এলাকায় এখনও কার্ফু জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। একই সঙ্গে উপত্যকার মন বুঝতে আগামী ৪ সেপ্টেম্বর সব দলের প্রতিনিধিদের নিয়ে কাশ্মীর যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। প্রকাশ্যে সকলের সঙ্গে বৈঠকে বসার বার্তা দেওয়ার পাশাপাশি হুরিয়ত নেতারাও যাতে আলোচনায় সামিল হন তার জন্য তলে তলে চেষ্টা শুরু করেছে প্রশাসন। কেন্দ্র জানিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও হুরিয়ত নেতাদের সঙ্গেও কথা বলবেন সর্বদলীয় প্রতিনিধিদের কয়েক জন। কেন্দ্রের আশঙ্কা, হুরিয়ত নেতাদের পাশে না পেলে ফের অশান্ত হয়ে উঠবে উপত্যকা।
মন্ত্রী ফেরালেও কিশোরীর পাশে ডিএসপি
দিন আনতে পান্তা ফুরোয় বাড়িতে। ট্রাক-চালকের বছর সতেরোর মেয়ের স্বপ্ন আকাশ ছোঁয়ার। আইএএস পরীক্ষার প্রস্তুতির খরচের আর্জি নিয়ে গিয়েছিল মন্ত্রীর দরবারে। কিন্তু কেউ নজর দেননি। বাড়ি ফিরতে ফিরতে পায়ের নীচের মাটি অনেকটাই হারিয়ে ফেলেছিল রাঁচির রাতু রোডের কিশোরগঞ্জের নিসু কুমারী। ভেবেছিল, হয়তো পড়াশোনা ছেড়েই দিতে হবে। তখনই আসে ফোনটা। ওপারে রাঁচির (সদর) ডিএসপি বিকাশ শ্রীবাস্তব।
রাজ্যের নাম বাংলা, প্রস্তাব পাশ বিধানসভায়
সোমবার ভোটাভুটিতে রাজ্যের ‘বাংলা’ নামটি পাশ হয়ে গেল বিধানসভায়। একইসঙ্গে ইংরেজিতে রাজ্যের প্রস্তাবিত নাম ‘বেঙ্গল’ এবং হিন্দিতে ‘বঙ্গাল’ও পাশ হয়ে যায়। এর আগেই বিধানসভা থেকে ওয়াকআউট করে বেরিয়ে যায় কংগ্রেস। বিজেপি এই প্রস্তাবের বিরোধিতা করে। কিন্তু সিপিএম সব ভাষাতেই রাজ্যের নাম ‘বাংলা’ করার পক্ষে সংশোধনী আনে। তাতে রাজি হয়নি সরকারপক্ষ। ১৮৯-৩১ ভোটে সরকারপক্ষের প্রস্তাব পাশ হয়ে যায়। তারপরেই কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে টেলিফোন করে রাজ্যের নাম ‘বাংলা’ করার প্রস্তাবে সিলমোহর দেওয়ার জন্য অনুরোধ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের জন্য ১৯৯৯ সালে বামফ্রন্ট সরকার এবং ২০১১ সালে মমতার সরকারের পক্ষ থেকে বিধানসভায় প্রস্তাব আনা হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে তা ধামাচাপা পড়ে থাকে। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের নাম বদলাতে উদ্যোগী হন। এর জন্য সোমবার বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকা হয়। সেই অধিবেশনে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বাংলার কৃষ্টি, সাহিত্য, সংস্কৃতি ও স্বাভিমানের লক্ষ্যে রাজ্যের নাম বাংলায় ‘বাংলা’, ইংরেজিতে ‘বেঙ্গল’ এবং হিন্দিতে ‘বঙ্গাল’ করার জন্য প্রস্তাব পেশ করেন।
ধর্মঘটের আগে পিছে ছুটি বাতিল রাজ্যে
গত পাঁচ বছর ধরে সাধারণ ধর্মঘটের দিন রাজ্য সরকারি কর্মীদের ছুটির উপর নিষোধাজ্ঞা তো ছিলই। এবার ২ সেপ্টেম্বরের ধর্মঘটের আগের (১ সেপ্টেম্বর) ও পরের কাজের দিন (৫ সেপ্টেম্বর) সরকারি কর্মীদের কোনও ছুটি মঞ্জুর করা হবে না। অর্থ দপ্তর সোমবারই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে। সরকারি অফিসের পাশাপাশি সরকারের আর্থিক সাহায্যে চলা প্রতিষ্ঠানেও এই নির্দেশিকা প্রযোজ্য হবে।
গোল বাতিল: দর্শক বিক্ষোভে মোহন বাগান-টালিগঞ্জ ম্যাচ পরিত্যক্ত
সংযোজিত সময়ের খেলা তখন দ্বিতীয় মিনিটে পা রেখেছে। ম্যাচের ফল ১-১। গ্যালারিতে টানটান উত্তেজনা। যে কোনও মূল্যেই জয় চাইছেন সবুজ-মেরুন সমর্থকরা। ঠিক এমনই সময় ড্যারেল ডাফির পাস থেকে টালিগঞ্জ অগ্রগামীর গোলে বল ঠেলে দিলেন আজহারউদ্দিন মল্লিক। সঙ্গেসঙ্গে জয়ের আনন্দে ভেসে যায় গ্যালারি। কিন্তু কয়েক মুহূর্ত পরেই বদলে যায় ছবিটা।
বন্ধ ঘরে সিগারেটের টুকরো কার ফেলা, ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
মুর্শিদাবাদ মেডিকেল কলেজে অগ্নিকাণ্ডের রহস্য লুকিয়ে রয়েছে ওই সাড়ে চার ঘণ্টার মধ্যেই। তদন্তে নেমে হাতে আসা তথ্যপ্রমাণের ভিত্তিতে সিআইডি কর্তারা নিশ্চিত, এই সময়ের মধ্যে সমস্ত কিছু ঘটে গিয়েছে। ঘটনাস্থল থেকে এমন কিছু সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে, যা থেকে অন্তর্ঘাত যে হয়নি, তা জোর দিয়ে বলতে পারছেন না তদন্তকারী অফিসাররা। পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ সেদিকেই ইঙ্গিত দেওয়ায় বিষয়টি ভাবাচ্ছে তদন্তকারী অফিসারদের।
সীমান্ত টপকে ভারতের আকাশে পাক বায়ুযান
ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করল পাকিস্তানি বায়ুযান ৷ সোমবার আন্তর্জাতিক আকাশসীমা পেরিয়ে জম্মু ও কাশ্মীরের আর এস পুরা সেক্টরের ওপর নাগাড়ে এক মিনিট চক্কর খেয়ে গেল প্রতিবেশী দেশের যানটি ৷
মাননীয় সাংসদ জেনে রাখুন, উইসেন বোল্ট বিফ খান না
গতকাল বিজেপি সাংসদ উদিত রাজ ট্যুইট করেন, ‘বোল্ট খুব গরীব ছিলেন ৷ প্রশিক্ষক তাঁকে দু’বেলা বিফ খাওয়ার পরামর্শ দেন ৷ তিনি অলিম্পিকে ৯টি সোনার পদক জিতেছেন ৷’
প্রস্তাব পাশ বিধানসভায়, রাজ্য এবার ‘বাংলা’ বা ‘বেঙ্গল’
আর পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল নয় ৷ এবার থেকে রাজ্যের নাম হতে চলেছে বাংলা ৷ ইংরেজিতে নাম বেঙ্গল ৷
ধর্ষণ, রেকর্ডিং দেখিয়ে ব্ল্যাকমেলের পর ২৫ জনের গণলালসার শিকার ১৬- কিশোরী
প্রথম ধর্ষণ ৷ পরে সেই ভিডিয়ো দেখিয়ে বার বার ধর্ষণ ৷ অবশেষে ভিডিয়ো ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে ২৫ জন মিলে ছিঁড়ে খেল ১৬ বছরের এক নাবালিকাকে ৷