TRENDING:

কী বলছে আজকের খবরের কাগজ ? দেখে নিন

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রতিদিনের ব্যস্ততায় খবর কাগজ খুঁটিয়ে পড়া সম্ভব হয় না ৷ অনেক সময় গুরুত্বপূর্ণ খবর চোখ এড়িয়ে যায় ৷ তাছাড়া একাধিক কাগজও পড়ার মতো সময় কারোর হাতেই নেই ৷ তাই আসুন এক নজরে, একজায়গায় দেখে নিন কলকাতার বিভিন্ন কাগজের সেরা খবর গুলি ৷ মঙ্গলবারের গুরুত্বপূর্ণ খবরগুলি হল-
advertisement

জল-যুদ্ধে জ্বলছে বেঙ্গালুরু, পুলিশের গুলিতে নিহত ১

ছিল বিবাদ। মোড় নিল দাঙ্গায়। সোমবার বেঙ্গালুরু ও তার আশপাশের এলাকায় তামিল-বিরোধী বিক্ষোভ ভয়াল আকার নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‌্যাফ নামানো হয়, তারপর জারি করা হয় ১৪৪ ধারা। ভারতের ‘সিলিকন ভ্যালি’তে যা বেনজির! দিনের শেষে বেঙ্গালুরুর রাজগোপালনগরে পুলিশের গুলিতে মারা গিয়েছেন এক বিক্ষোভকারী। আহত এক। বিক্ষোভ ছিল পড়শি রাজ্যের সঙ্গে জল ভাগাভাগি নিয়ে। সোমবার দাঙ্গা-হাঙ্গামার ছবি বুঝিয়ে দিল, ‘প্রতিবেশী’কে দেখলেই গায়ে জ্বালা ধরছে কন্নড়ভাষীদের একাংশের।  বিক্ষোভের আগুনে রাস্তা ও ডিপোতে পুড়ে ছাই হয়েছে ৬টা ট্রাক, অন্তত ২০টা বাস। প্রত্যেকটিরই গায়ে তামিলনাড়ুর নম্বরপ্লেট। বেঙ্গালুরু শহরের একটা বড় অংশ জুড়ে দিনভর বন্ধ ছিল দোকানপাট। তামিল অধ্যুষিত এলাকা থেকে বিচ্ছিন্ন হামলার খবর মিলেছে। কিছু লোকজনকে ধরে পেটাচ্ছে বিক্ষোভকারীরা, এমন দৃশ্যও দেখা গিয়েছে। বেশ কিছু ক্ষণ বন্ধ ছিল মেট্রো পরিষেবা। একাধিক স্কুল-কলেজে হাফ-ছুটি ঘোষণা হয়ে যায়। বেলাগাম ভাঙচুর থেকে রেহাই মেলেনি  স্কুলবাসেরও।

advertisement

মমতার হাত দিয়েই সিঙ্গুরে শুরু পরচা বিলি

সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করেছে ৩১ অগস্ট। সিঙ্গুরের চাষিদের জমি ফিরিয়ে দিতে সময় দিয়েছে ১২ সপ্তাহ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অবশ্য দু’সপ্তাহের মধ্যেই সেই কাজ শুরু করে দিচ্ছে। কাল, বুধবার ‘সিঙ্গুর উৎসব’-এর মঞ্চ থেকে চাষিদের হাতে জমির নতুন পরচা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে চেক তুলে দেবেন সেই সব অনিচ্ছুক জমিমালিকদের হাতে, জোর করে জমি অধিগ্রহণের প্রতিবাদে যাঁরা এত দিন চেক নেননি।

advertisement

জারি কার্ফু, ইদেও ঘরবন্দি কাশ্মীর

ইদের দিন কাশ্মীরের ১০টি জেলাতেই কার্ফু জারি করার সিদ্ধান্ত নিল প্রশাসন। সেই সঙ্গে বন্ধ রাখা হয়েছে মোবাইল পরিষেবা। ফলে উৎসবের দিনে উপত্যকার বাসিন্দাদের কার্যত ঘরবন্দি হয়েই থাকতে হবে বলে মনে করা হচ্ছে। এ দিনই পুঞ্চে আর দুই জঙ্গির দেহ উদ্ধার করল বাহিনী। পুঞ্চের অভিযানে এ নিয়ে খতম হল পাঁচ জঙ্গি। আবার ওই জেলারই সীমান্ত এলাকায় জঙ্গিদের অন্য একটি দলের সঙ্গে সংঘর্ষ শুরু হয়েছে সেনার। অনন্তনাগে একটি পুলিশ পোস্টে গ্রেনেড হানায় নিহত হয়েছেন বিলাল আহমেদ নামে এক স্থানীয় বাসিন্দা। আহত হয়েছেন তিন পুলিশকর্মী।

advertisement

রডের আঘাতে ‘খুন’ কাকা, কাকিমা ও বোন, ধৃত ভাইপো

একই পরিবারের তিন সদস্য খুন হলেন বাগুইআটিতে। রবিবার গভীর রাতে অর্জুনপুরের পশ্চিমপাড়ায় একটি একতলা বাড়ি থেকে বাবা, মা ও মেয়ের পচন ধরা মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, নিহতেরা হলেন জ্ঞানেন্দ্রনাথ মিত্র (৬২), বিমলা মিত্র (৫৫) ও সোমা মিত্র (৩২)। ঘটনায় জড়িত সন্দেহে সোমবার পুলিশ জ্ঞানেন্দ্রবাবুর ভাইপো গোপাল মিত্রকে গ্রেফতার করেছে। পুলিশের দাবি, জেরায় গোপাল তিন জনকে খুন করার কথা স্বীকার করেছেন। তাঁকে জেরা করেই পুলিশ গোপালের বাড়ির কাছে নর্দমা থেকে একটি রক্তমাখা লোহার রডও উদ্ধার করেছে ৷

advertisement

সিঙ্গুরে সমস্ত নির্মাণই ভাঙা হবে, জানিয়ে দিলেন মমতা

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সিঙ্গুরে সব নির্মাণ ভেঙে জমি চাষিদের হাতে তুলে দেওয়া হবে। সোমবার নবান্নে সিঙ্গুরের জমি নিয়ে প্রবীণ মন্ত্রী ও সরকারি শীর্ষকর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা জানিয়েছেন। সিঙ্গুরে শিল্পের কোনও সম্ভাবনা আছে কি না, সেই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, সেখানকার জমিতে তাঁরা কী করবেন, সেটা মালিক চাষিরাই ঠিক করবেন। সরকার সিঙ্গুরের জমি চাষযোগ্য ক঩রে দেবে। সেজন্য চাষিদের বিশেষ প্যাকেজও (বিনামূল্যে বীজ, সার প্রভৃতি) দেওয়া হবে। সিঙ্গুরের রায় টাটারা ‘স্পোর্টিংলি’ নিয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।

খুন বাবা, মা ও মেয়ে, ধৃত আত্মীয়

নিজের বাড়িতে রহস্যজনকভাবে খুন হলেন বাবা, মা ও মেয়ে। সোমবার সকালে বাগুইআটির অর্জুনপুর পশ্চিমপাড়ায় এই তিনজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তাঁদের নাম জ্ঞানেন্দ্র মিত্র (৬০), বিমলা মিত্র (৫৫) ও সোমা মিত্র (২৮)। ভোঁতা কিছু দিয়ে তাঁদের খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে। ইতিমধ্যেই ফরেনসিক টিম তদন্ত করে বেশকিছু নমুনা সংগ্রহ করেছে। স্নিফার ডগও ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়। তবে এদিন রাত পর্যন্ত খুনের কারণ সম্পর্কে পুলিশ নিশ্চিত হতে পারেনি।

পুলিশ চার্জশিট দিতে ব্যর্থ, জামিন হয়ে গেল অনিন্দ্যর

অবশেষে ৬১ দিন পর অন্তর্বর্তীকালীন জামিন পেলেন তোলাবাজির অভিযোগে ধৃত বিধাননগর পুরসভার ৪১ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলার অনিন্দ্য চট্টোপাধ্যায়। রবিবার তাঁর আইনজীবী পবিত্র বিশ্বাস, সৌমিত্র সাহারায় এবং অভিষেক মুখোপাধ্যায় আদালতে আবেদন করে জানান, তোলাবাজির মামলায় গ্রেপ্তারের পর ৬০ দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে। কিন্তু, পুলিশ এখনও চার্জশিট দেয়নি।

নিরাপত্তারক্ষীদের গুলিতে পুঞ্চে হত চতুর্থ জঙ্গিও, অশান্ত কাশ্মীর

পুঞ্চের আল্লা পির মহল্লায় রাতভর গুলির লড়াইয়ে চতুর্থ জঙ্গিকেও নিকেশ করেছেন নিরাপত্তারক্ষীরা। তবে নির্মীয়মান মিনি সচিবালয়ে এখনও অভিযান চলছে বলে সোমবার বিকালে সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন। প্রসঙ্গত, রবিবার পুঞ্চ জেলার দু’টি জায়গায় জঙ্গিহানার ঘটনা ঘটে। চারজন জঙ্গি দু’জনের দলে ভাগ হয়ে দু’টি পৃথক জায়গা থেকে হামলা চালায়।

কাল সিঙ্গুর মমতা, তৎপরতা তুঙ্গে

একটানা কাজ করে চলেছে জেসিবি মেশিন ৷ সমান করে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর জন্য নির্মীয়মাণ মঞ্চের সামনের মাটি ৷ নাওয়া খাওয়া ভুলে ব্যস্ত শতাধিক শ্রমিক ৷ দিনভর শুধু হাতুড়ির ঠুকঠাক শব্দ ৷

কাবেরী-বিক্ষোভে তপ্ত বেঙ্গালুরুতে পুলিশের গুলিতে মৃত ১, জারি কার্ফু

কাবেরী জলবন্টন ইস্যুতে অশান্ত বেঙ্গালুরুতে পুলিশের গুলিতে মৃত্যু হল একজনের ৷ ৫ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

থেঁতলানো মাথা, লন্ডভন্ড ঘরে তিনজনের দেহ

ঘরের মেঝেতে পড়ে তিনটি দেহ ৷ তিনজনেরই মাথআ থেঁতলানো ৷ মুখে চাপ হয়ে বসে যাওয়া রক্ত ৷ লন্ডভন্ড ঘরে ইতি উতি রক্তের দাগ ৷

প্রত্যাশার পারদে রক্তাক্ত পরিবার

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

প্রত্যাশা ছিল আকাশচুম্বী ৷ সেই প্রত্যাশা পূরণের ক্ষেত্রে যে পরিমাণ আর্থিক সম্বল প্রয়োজন সেটাও ছিল না ৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
কী বলছে আজকের খবরের কাগজ ? দেখে নিন